যারা কথা বলতে পারেনা, শুনতে পারেনা, ইশারায় যাদের চলাচল ও জীবন-যাপনের সম্বল তাদের আমরা বধির বলে থাকি। এরুপ রংপুরে বসবাসকারী ১’শত বধির পরিবারের মাঝে জেলা প্রশাসনের আয়োজনে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে নগরীর রংপুর সরকারি কলেজ রোডস্থ রংপুর বধির সংঘ কার্যালয়ে জেলা প্রশাসনের একান্ত উদ্যোগে উক্ত শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
“প্রতিবন্ধী মানুষকে সহায়তা করা রাষ্ট্রীয় ও নাগরিক দায়িত্ব” স্লোগানকে সামনে রেখে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পূণর্বাসন কর্মকর্তা মোহাম্মদ গোলাম কিবরিয়া। অনুষ্ঠানে রংপুর বধির সংঘের সভাপতি ও জেলা চেম্বার অব কমার্সের সদস্য আসাদুজ্জামান বাবলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমানের তত্বাবধানে উপস্থিত ছিলেন সিটি প্রেসক্লাব রংপুরের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর মানিক, রংপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাহফুজ আলম প্রিন্স, সাধারণ সম্পাদক শিমুল ইসলাম প্রমূখ।
উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, বধিররাও মানুষ, তাদের ঠান্ডা নিবারনের জন্য সকল শ্রেণীর মানুষের এগিয়ে আসতে হবে। সকলের সহযোগীতায় তারা যেন পূর্ণ স্বাধীনতার সহিত জীবন ধারণ করতে পারে।
এ সময় রংপুরে বসবাসকারী ১’শত বধির পরিবারসহ আমন্ত্রিত অতিথি ও সাধারন মানুষ উপস্থিত ছিল।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com