প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৬, ২:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৪, ২০২৬, ৮:১৮ পি.এম
রাজবাড়ীর পদ্মায় কুমিরের দেখা, নদীপাড়জুড়ে চরম আতঙ্ক

রাজবাড়ীর উড়াকান্দা এলাকার পদ্মা নদীতে বিশাল আকৃতির একটি কুমিরের দেখা মিলেছে। এতে নদী তীরবর্তী এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মধ্যে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বেলা আনুমানিক ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উড়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পদ্মা নদীতে একাধিকবার কুমিরটি ভেসে উঠতে দেখা যায়। নদী তীরবর্তী ওই এলাকায় ঘন জনবসতি থাকায় প্রতিদিন শত শত মানুষ নদীতে গোসল করে এবং জেলেরা মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। হঠাৎ কুমিরের উপস্থিতিতে এলাকায় ভীতি ছড়িয়ে পড়ে। ফলে অনেকেই নদীতে নামতে সাহস পাচ্ছেন না।
এদিকে কুমির ভেসে ওঠার খবর ছড়িয়ে পড়লে নদীর পাড়ে উৎসুক জনতার ভিড় জমে। স্থানীয়রা নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
স্থানীয় যুবক মঈনুল ইসলাম মামুন বলেন, “এখানকার নদীতে কুমির আছে—এটা আগে জানতাম না। দুপুরে বন্ধুদের সঙ্গে নদীতে নেমে গোসল করেছি, তখনও কেউ কিছু বলেনি। হঠাৎ দুপুর ২টার কয়েক মিনিট আগে উড়াকান্দা স্কুল সংলগ্ন নদীর তীরে কুমিরটি ভেসে ওঠে। আমি নিজে কুমিরটি দেখেছি। তখন উপস্থিত লোকজন চিৎকার করলে কুমিরটি আবার ডুব দেয়। তবে অনেকেই বেলা ১১টা ও ১২টার দিকেও কুমিরটি দেখেছে বলে জানায়।”
তিনি আরও বলেন, “এই এলাকায় শিশু, নারী ও পুরুষসহ সবাই নিয়মিত নদীতে গোসলসহ দৈনন্দিন কাজ করে। এখন সবাই আতঙ্কে আছে। দ্রুত কুমিরটি ধরে নিরাপদ অন্য স্থানে সরিয়ে নিতে সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি।”
স্থানীয়দের দাবি, সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত