গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার অন্যতম মৌলিক ভিত্তি হলো জনগনের সক্রিয় ও অর্থবহ অংশ গ্রহন, যার প্রধান মাধ্যম হচ্ছে ভোটাধিকার প্রয়োগ। বাংলাদেশের সংবিধানের ১১, ২৭ ও ৩৮ অনুচ্ছেদ অনুযায়ী সকল নাগরিকদের ন্যায় প্রতিবন্ধী ব্যক্তিরাও সমানভাবে ভোটাধিকার প্রয়োগের অধিকার প্রাপ্ত। তবে বাস্তবতার নিরিখে দেখা যায় যে, তথ্য ও সচেতনতার অভাব, প্রবেশগম্য অবকাঠামোর সীমাবদ্ধতা, সহায়ক উপকরন ও প্রশিক্ষিত মানব সম্পদের ঘাটতি,সামাজিক নেতিবাচক দৃষ্টিভঙ্গির কারনে তারা তাদের অধিকার প্রয়োগে অনিহা প্রকাশ করে থাকে। এরই পরিপ্রেক্ষিতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে "" ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেকট্ররাল সিস্টেম (আইএফইএস) এর সহযোগীতায় বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা ও বরিশাল ডিপিওডি'র আয়োজনে উপজেলা প্রশাসন ও অন্যান্য স্টেকহোন্ডারদের সাথে লার্নিং শেয়ারিং সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ জানুয়ারি -২০২৬, বুধবার, মেহেন্দিগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অন্তর্ভুক্তিমূলক ভোটার শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন সম্পর্কিত এই লার্নিং শেয়ারিং সভায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা (বিপিইউএস)'র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক বদিউল আলম। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল -৪ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ রিয়াজুর রহমান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা আমাদের মতোই রাষ্ট্রের নাগরিক। রাষ্ট্রের সকল প্রকার সুযোগ সুবিধা ভোগ করার অধিকার তাদের আছে। আগামি ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিবন্ধী ব্যক্তিরা যাতে তাদের পছন্দমতো প্রার্থীকে ভোটাধিকার নির্বিঘ্নে প্রয়োগ করতে পারে তার সকল ব্যবস্থা রাখা হয়েছে। তাদেরকে লাইনে দাঁড়িয়ে থাকতে হবেনা। ভোট গ্রহনকারী সকলকে আগে থেকেই বলা আছে প্রতিবন্ধী ব্যক্তিরা ভোট কেন্দ্র আসা মাত্রই তাদেরকে ভোট প্রদানের ব্যবস্থা গ্রহন করবেন ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করা কর্মকর্তারা। বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার ডেপুটি ডাইরেক্টর মিঠু মধূর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ সাইদুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মিরাজ হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা পারভেজ আলম, মেহেন্দিগঞ্জ প্রেসক্লাব সাধারন সম্পাদক মাহমুদুল হাসান ফরিদ, জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিনিধি মোঃ জসিম খান, জামায়াতে ইসলামীর প্রতিনিধি মোঃ রফিকুল ইসলাম, ইসলামী আন্দোলনের প্রতিনিধি মোঃ ইমরান হেসেন,বরিশাল ডিপিওডির পরিচালক রেহানা আক্তার, বরিশাল ডিপিওডির সভাপতি মোঃ আলাউদ্দিন বকশি, বিপিইউএস'র এডভোকেসি অফিসার মিশায়েল রায়, ফেসিলেটর সেতূ আক্তার ও অনিমেশ মধু।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com