প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৬, ৩:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৪, ২০২৬, ৮:২২ পি.এম
বিদ্যুৎ ও জ্বালানি খাতে সম্পাদিত সব বিনিয়োগ ও ক্রয় চুক্তি বাতিলের দাবিতে সিরাজগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত

‘‘দায়মুক্তি আইনের আওতায়-বিদ্যুৎ ও জ্বালানী খাতে সম্পাদিত সব বিনিয়োগ ও ক্রয় চুক্তি বাতিল এবং জ্বালানি অপরাধীদের বিচারের দাবিতে সিরাজগঞ্জে মানববন্ধন‘‘ অনুষ্ঠিত হয়।
কনজুমারস এসোসিয়েশন অফ বাংলাদেশ-ক্যাব, সিরাজগঞ্জ জেলা কমিটির উদ্যোগে- বুধবার (১৪জানুয়ারি-২০২৬খ্রি.) বেলা সাড়ে ১১ টার দিকে, সিরাজগঞ্জ শহরের মাড়োয়াড়ি পট্রি সড়ক পাশে জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয় সামনে
উক্ত মানবন্ধনের সভাপতিত্ব করেন, ক্যাব সিরাজগঞ্জ জেলা কমিটি'র সভাপতি মোঃ শওকত আলী। এ মানববন্ধনে ক্যাব সিরাজগঞ্জ জেলা কমিটি'রসাধারণ সম্পাদক মোঃ আবু জাফর খান, এবং সিনিয়র সহ-সভাপতি মোঃ শফিকুল ইসলাম শফি প্রমুখ বক্তব্যে রাখেন । এসময়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এনজিও’র কর্মকর্তা-কর্মচারী, সুশীল সমাজের প্রতিনিধি, স্কুল-কলেজের শিক্ষক মন্ডলী, ছাত্র-ছাত্রী এবং সচেতন জনসাধারণ একাংশ উপস্থিত ছিলেন । উপস্থিত ব্যক্তিবর্গ সু-নির্দিষ্টি কিছু দাবী উপস্থাপন করে বক্তব্যে প্রদান করেন। ব্যানার ও ফেষ্টুনে তাদের দাবী প্রদর্শন করেন।
দাবীসমূহ ছিল- "সরকার যৌথ মালিকানায় বিদ্যুৎ ও জ্বালানি ব্যবসা-বাণিজ্যে জড়াবে না এবং সরকারি মালিকানাধীন কোনো কোম্পানি তথা জনগণের সম্পত্তির শেয়ার ব্যক্তি খাতে হস্তান্তর করবে না"।কস্ট প্লাস নয়, সরকার শুধু কস্ট বেসিসে মুনাফামুক্ত বিদ্যুৎ, ও জ্বালানি সেবা দেবে। বিদ্যুৎ উৎপাদনে প্রাথমিক জ্বালানি মিশ্রে স্বল্প মেয়াদি পরিকল্পনায় তরল জ্বালানী'র অনুপাত সর্বনিম্ন পর্যায়ে নামিয়েএবং জ্বালানি অপরাধীদের বিচার করতে হবে। জ্বালানি অপরাধীদের নিকট থেকে আদায়কৃত ক্ষতিপূরণের অর্থে ‘Energy Price Stabilized Fund’ গঠিত হতে হবে। বিদ্যুৎ ও জ্বালানি খাতে সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ এনার্জি রেগুলেটর কমিশন আইন ২০০৩-এর মৌলিক সংষ্কার হতে হবে; নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণ এবং জ্বালানি দক্ষতা ও সংরক্ষণ উন্নয়ন নিশ্চিত হতে হবে। নবায়নযোগ্য বিদ্যুৎ উন্নয়ন বৈষম্যহীন নিশ্চিত করার লক্ষ্যে বিদ্যুৎবাজার বিনিয়োগকারীদের জন্য লেভেল প্লেইং ফিল্ড হতে হবে; উল্লেখিত প্রক্রিয়ায় বিগত ১৫বছরে সমগ্র জ্বালানি সরবরাহে যে পরিমাণ অর্থ তসরুপ ও আত্মসাৎ হয়েছে, তা নির্ধারণ করা এবং যাদের কর্তৃত্বে এ-তসরুপ ও আত্মসাত ঘটেছে এবং যারা লাভবান হয়েছেন তাদের সকলের নিকট থেকে উক্ত অর্থ ও ক্ষতিপূরণ আদায় করা এবং তাদের জ্বালানি অপরাধী হিসেবে বিচারের আওতায় আনা।
ঘন্টাব্যাপী চলা এই মানবন্ধনে বক্তারা বলেন- দাবীমানা না হলে ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত