ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফেরদৌস আরা আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার সকাল ৭টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুর কারণ:
পারিবারিক ও প্রশাসন সূত্রে জানা গেছে, তিনি ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিবিড় পর্যবেক্ষণে থাকাকালীন আজ সকালে তিনি ইন্তেকাল করেন।
শোকের ছায়া:
একজন দক্ষ ও জনবান্ধব কর্মকর্তা হিসেবে ফেরদৌস আরা বাঞ্ছারামপুরে অত্যন্ত জনপ্রিয় ছিলেন। তাঁর এই অকাল মৃত্যুতে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের সহকর্মী এবং সাধারণ মানুষের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
কর্মজীবন:
ফেরদৌস আরা বিসিএস প্রশাসন ক্যাডারের একজন মেধাবী কর্মকর্তা ছিলেন। বাঞ্ছারামপুর উপজেলায় যোগদানের পর থেকেই তিনি উন্নয়নমূলক কাজ এবং সামাজিক সমস্যা সমাধানে নিরলসভাবে কাজ করে যাচ্ছিলেন।
মরহুমার জানাজা ও দাফন সম্পর্কে বিস্তারিত তথ্য পরবর্তীতে পারিবারিক পক্ষ থেকে জানানো হবে বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com