জামালপুর সদর উপজেলার নরুন্দি ইউনিয়নের ৪নং ওয়ার্ডে (নরুন্দি স্কুল এন্ড কলেজ ভোট কেন্দ্র) ভোট কেন্দ্র পরিচালনা কমিটি ও মহিলা দলের আয়োজনে গণতন্ত্র মুক্তির আন্দোলনের আপোষহীন নেত্রী, তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শফিউর রহমান শফি, সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জামালপুর সদর উপজেলা শাখা এবং মোঃ রুহুল আমিন মিলন, সাধারণ সম্পাদক, বিএনপি, জামালপুর সদর উপজেলা শাখা।
এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ এমদাদুল হক, সহ-সভাপতি, বিএনপি, সদর উপজেলা শাখা ও সভাপতি, বিএনপি নরুন্দি ইউনিয়ন শাখা এবং মোঃ সুফিয়ান কবির শিপন, সাধারণ সম্পাদক, বিএনপি নরুন্দি ইউনিয়ন শাখাসহ দলীয় নেতাকর্মী ও স্থানীয় মুসল্লিগণ।
অনুষ্ঠানে বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় অবদানের কথা স্মরণ করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া শেষে মহান আল্লাহ রাব্বুল আল-আমীনের দরবারে দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করার জন্য বিশেষ প্রার্থনা করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com