বরিশালের গৌরনদীর রিক্সাভ্যান চালক মঞ্জু বেপারীকে খুন করার প্রতিবাদে এবং খুনিদের খুঁজে বের করে বিচারের দাবিতে মঙ্গলবার সকালে বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।
জানা গেছে, উপজেলার পূর্ব কাছেমাবাদ গ্রামের দরিদ্র রিক্সাভ্যান চালক মঞ্জু বেপারী (৫০)কে শনিবার দিবাগত মধ্যরাতে কুপিয়ে খুন করে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। ওই খুনের প্রতিবাদে ও খুনিদের অনতি বিলম্বে খুঁজে বের করে বিচারের দাবিতে এলাকাবাসী মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার কাছেমাবাদ বাসস্টান্ডে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে। এক পর্যায়ে তারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। প্রায় ১ ঘন্টা ধরে ওই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ চলে। এ সময় মহাসড়কের উভয়দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ফলে শত শত যাত্রীবাহী কোচ ও বাসের হাজার হাজার যাত্রীসহ ও পণ্য পরিবহনকারী অবরোধে যানবাহন আটকা পড়ে। তখন হাজার হাজার যাত্রী ও পণ্য পরিবহনকারীরা চরম দুর্ভোগের শিকার হয়।
খবর পেয়ে গৌরনদী মডেল থানা ওসি মোঃ তারেক হাসান রাসেল এবং ওসি (তদন্ত) মোঃ মাহবুবুর রহমান ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের দাবি তারেক মেনে নেয়ার আশ্বাস দিয়ে তাদেরকে শান্ত করেন। পরে মানববন্ধন ও বিক্ষোভকারীরা মহাসড়কথেকে তাদের অবরোধ তুলে নেয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com