
পঞ্চগড়ের বোদায় বৃদ্ধি পেয়েছে সরিষা চাষ। হলুদ ফুলে দোল খাচ্ছে সরিষার গাছ গুলো। উপজেলা কৃষি অফিস থেকে জানা যায়, চলতি মৌসুমে সরিষা চাষের লক্ষমাত্রা ধরা হয়েছে ১৪৪৫ হেক্টর। তবে এবার এ উপজেলায় রেকর্ড পরিমাণ সরিষা থেকে বিজ উৎপাদন হবে বলে আশা কররা হচ্ছে।
উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় কম বেশী সব এলাকায় সরিষা চাষ হয়েছে। সরিষা ক্ষেত ও কৃষকদের সাথে কথা বলে জানা যায়, অন্যান্য ফসলের চেয়ে সরিষা চাষ লাভজনক হওয়ায় সরিষা চাষের দিকে এ উপজেলার কৃষকরা ঝুকে পড়েছেন। তাছাড়া ভোজ্যতেলের চাহিদা বৃদ্ধি পাওয়ায় এবং দাম বৃদ্ধি পাওয়ার ফলে বাজারে সরিষার দাম ভাল। বর্তমান বাজারে ৪ হাজার থেকে ৪ হাজার ৫০০ টাকা মণ দরে সরিষা বিক্রি হচ্ছে। সরিষা কাটা মাড়াই শুরু হলে সরিষার বাজার দর একটু কমে আসতে পারে।
উপজেলা ঘুরে বোদা সদর ইউনিয়নের মন্নাপাড়া গ্রামের সরিষা চাষী মোঃ মেহেদি হাসান ও মোঃ সাজিদ এবং মোঃ আলি হুসেনের সাথে কথা হলে তারা জানান, চলতি মৌসুমে তিনি এক একর থেকে শুরু ২.৫০ একর জমিতে সরিষা চাষ করছেন, তাদের সরিষা ক্ষেতগুলো হলুদ ফুলে ভরে গেছে, তারা বেশ কয়েকবার সরিষা চাষ করেছেন, সরিষা চাষে তিনি লাভবান হবেন বলে এ প্রতিনিধির কাছে আশা করছেন।
এ ব্যাপারে বোদা উপজেলা কৃষি অফিসার আহমেদ রাশেদ-উন-নবী বলেন, এ বছর বোদা উপজেলায় ১৪৪৫ হেক্টর জমিতে সরিষা আবাদ হচ্ছে।ভোজ্য তেলের চাহিদা পুরনের জন্য সরিষা আবাদ বৃদ্ধিতে উপজেলা কৃষি অফিস কৃষকদের উদ্ভূত করে আসছে। তেলের চাহিদা পূরনের পাশাপশি মাটির স্বাস্থ্য সুরুক্ষার ও সরিষা ফসলের ভূমিকা রয়েছে।সরিষার আবাদ বৃদ্ধির জন্য বোদা উপজেলার বিভিন্ন মাঠ বেশ দৃষ্টিনন্দন হয়েছে।তিনি আরো বলেন বোদা উপজেলায় এখন পর্যন্ত সরিষার ফলন ভালো লক্ষ করা যাচ্ছে। ভালো দাম পেলে করা -সরিষার আবাদ আরো বৃদ্ধি পাবে, ভোজ্যতেলের আমদানি কমানোর লক্ষে পরিকল্পিতভাবেই দেশে সরিষার আবাদ বাড়ানো হচ্ছে তেলের ক্ষেত্রে দেশকে স্বয়ংসম্পূর্ণ করার অংশ হিসেবেই সরিষার চাষ বাড়ানো হচ্ছে। এবং সরিষা চাষ করে মানুষ শুধু তেল-ই তৈরি করে না। এই সরিষা ভাঙ্গিয়ে খৈল ও গাছ থেকে ভূষি তৈরি হয় যা গরুর ভালো খাদ্য এবং ভালো জ্বালানি হিসেবেও ব্যবহৃত হয়। তার মতে, প্রাকৃতিক কোনো দুর্যোগ না হলে এবার বাম্পার ফলন হবে বলে তিনি আশা করছেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com