প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৬, ৩:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৩, ২০২৬, ৫:১৫ পি.এম
নওগাঁর পত্নীতলায় প্রধান শিক্ষকের অনিয়মের অভিযোগে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

নওগাঁর পত্নীতলা উপজেলার একটি শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। বিনা নোটিশে দুই শিক্ষককে শোকজ করা এবং ক্লাস নিতে বাধা দেওয়ার প্রতিবাদে এই কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে পত্নীতলা উপজেলার গগনপুর উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। শিক্ষার্থীদের অভিযোগ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রেজাউল করিম অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতায় জড়িত।
অভিযোগে জানা যায়, বিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী শিক্ষক হোসনেয়ারা ও ইসলাম বিভাগের সহকারী শিক্ষক মিজানুর রহমানকে কোনো ধরনের পূর্ব নোটিশ ছাড়াই শোকজ করা হয় এবং তাদের নিয়মিত ক্লাস গ্রহণে বাধা দেওয়া হয়। এতে পাঠদান ব্যাহত হলে ক্ষোভে ফেটে পড়ে শিক্ষার্থীরা।
সকাল ১০টা থেকে শিক্ষার্থীরা বিদ্যালয়ের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়। বিক্ষোভে বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী ছাড়াও অভিভাবকরাও অংশ নেন।
খবর পেয়ে দুপুর ১টার দিকে ঘটনাস্থলে পৌঁছান পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা আলিমুজ্জামান মিলন। তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং বিষয়টি সুষ্ঠুভাবে সমাধানের আশ্বাস দিলে শিক্ষার্থীরা সড়ক অবরোধ তুলে নিয়ে শ্রেণিকক্ষে ফিরে যায়। এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবকরা। তারা দ্রুত নিরপেক্ষ তদন্ত ও ন্যায্য সমাধানের দাবি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত