জয়পুরহাটের কালাই উপজেলায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদী হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) সকাল ১১টায় কালাই বাসস্ট্যান্ড চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কালাই উপজেলাবাসী ও শিক্ষার্থীবৃন্দের আয়োজনে এ অবস্থান কর্মসূচি পালিত হয়।
অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারীরা শহীদ ওসমান হাদী হত্যার দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়। অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, বিচারহীনতার সংস্কৃতি অপরাধীদের আরও বেপরোয়া করে তুলছে। তাই অবিলম্বে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
এ সময় তারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com