পঞ্চগড়ের বোদা উপজেলায় সরকারি সেবা প্রাপ্তিতে অনগ্রসরদের অধিকতর অন্তর্ভুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ-এর আয়োজনে সোমবার (১২ জানুয়ারী) উপজেলা পরিষদ সভাকক্ষে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলামের সভাপতিত্বে উক্ত কর্মশালায় বক্তব্য রাখেন— উপজেলা কৃষি কর্মকর্তা আহমেদ রাশেদ উন নবী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: ফরহাদ হোসেন, উপজেলা শিক্ষা অফিসার নজরুল ইসলাম, আরডিআরএস এর কমিউিনিটি ডেভেলপমেন্ট সুপারভাইজার আতিকুর রহমান, সি এস নিতাই চাঁদ বর্মন, জেলা ফেডারেশন প্রধান সমন্বয়কারী দবিরুল ইসলাম, ফেডারেশন চেয়ারম্যান হুমায়ুন কবির হেলাল ও শরিফুল ইসলাম, নন্দরাম বর্মন, আলতাঠ হোসেন, বোদা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বাবু প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন আরডিআরএস বাংলাদেশ-এর কমিউনিটি ডেভেলপমেন্ট সুপারভাইজার আতিকুর রহমান।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম বলেন, "সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা আরডিআরএস বাংলাদেশ উন্নয়নের ক্ষেত্রে বিশেষ অবদান রেখেছে। সমাজের অনগ্রসর ব্যক্তিদের নিয়ে প্রত্যেকেরই ভাবা দরকার, কারণ দেশের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে প্রত্যেক নাগরিকেরই গুরুত্ব অপরিসীম।"
কর্মশালায় বক্তারা সমাজের অনগ্রসর মানুষদের সরকারি সেবা প্রাপ্তিতে অধিকতর অন্তর্ভুক্তির জন্য সবাইকে এক সাথে কাজ করার কথা বলেন এবং দিক নির্দেশনামূলক বক্তব্য দেন এবং ভিডিও চিত্র প্রদর্শন সহ দিনব্যাপী এ কর্মশালায় অনগ্রসর ব্যক্তিদের প্রতিনিধি সহ ইউনিয়ন ফেডারেশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com