
পঞ্চগড়ে গ্রাম পুলিশের সঙ্গে গণভোট বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে সদর উপজেলার ১০ ইউনিয়নের গ্রাম পুলিশের সদস্যদের নিয়ে এ সভার আয়োজন করা হয়। সভায় গণভোটের গুরুত্ব, আইনগত কাঠামো, ভোট গ্রহণ প্রক্রিয়া, নিরাপত্তা পরিস্থিতি এবং মাঠপর্যায়ে গ্রাম পুলিশের দায়িত্ব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা বলেন, অবাধ ও শান্তিপূর্ণ গণভোট আয়োজনের জন্য গ্রাম পুলিশের সক্রিয় ও সতর্ক ভূমিকা প্রয়োজন। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী মো. সায়েমুজ্জামান বলেন, গণভোট জনগণের মতামত জানানোর একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলা যাতে না ঘটে, সে বিষয়ে গ্রাম পুলিশকে সম্পূর্ণ সতর্ক থাকতে হবে। দায়িত্ব পালনে নিরপেক্ষতা ও আইনের প্রতি সম্মান বজায় রাখার কথাও তিনি উল্লেখ করেন। জেলা নির্বাচন অফিসার মঞ্জুরুল ইসলাম বলেন, নির্বাচনী আইন ও বিধিমালা সম্পর্কে পরিষ্কার ধারণা গ্রাম পুলিশের জন্য জরুরি। কেন্দ্র এলাকায় সন্দেহজনক কোনো কার্যক্রম দেখলে দ্রুত প্রশাসনকে জানাতে হবে। উপপরিচালক স্থানীয় সরকার (অ.দা.) ও পৌর প্রশাসক সীমা শারমিন বলেন, মাঠপর্যায়ের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে গ্রাম পুলিশ ও প্রশাসনের সমন্বিত কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দায়িত্ব পালনে গাফিলতি গ্রহণযোগ্য নয়। উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা সুলতানা বলেন, গণভোটকে ঘিরে জনআস্থা তৈরি করতে গ্রাম পুলিশের আচরণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সভায় গ্রাম পুলিশের সদস্যরা মাঠের নানা প্রশ্ন তুলে ধরেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের প্রশ্নের উত্তর দেন এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। শেষে গণভোট বিষয়ে জনসচেতনতা বাড়াতে গ্রাম পুলিশের হাতে লিফলেট তুলে দেন জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান। অন্যান্য কর্মকর্তারাও লিফলেট বিতরণে অংশ নেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com