সীমান্ত এলাকা টেকনাফে একটি বড় ধরনের মাদক পাচারের প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) রোববার (১১ জানুয়ারি) রাতে টেকনাফ উপজেলার লেদা বিওপি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানটি পরিচালিত হয় নাফ নদীর তীরবর্তী আলীখাল পোষ্ট সংলগ্ন কেওড়া বাগান এলাকায়—যে অঞ্চলটি দীর্ঘদিন ধরে মাদক পাচারকারীদের একটি পরিচিত রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।
বিজিবি সূত্র জানায়,১১ জানুয়ারী আনুমানিক সাড়ে ১১টার দিকে টহলরত আভিযানিক দল কৌশলগতভাবে অবস্থান নেয়। এ সময় দুইজন সন্দেহভাজন ব্যক্তিকে নাফ নদীর দিক থেকে কেওড়া বাগানের দিকে অগ্রসর হতে দেখা যায়। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে ধাওয়া শুরু করা হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা সীমান্ত অতিক্রম করে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যেতে সক্ষম হয়।
পরবর্তীতে ঘটনাস্থলে দীর্ঘ সময় ধরে তল্লাশি চালিয়ে ১২ জানুয়ারি রাত আনুমানিক ১২টা ২০ মিনিটে বিশেষভাবে মোড়কজাত অবস্থায় পরিত্যক্ত একটি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটের ভেতর থেকে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যা পাচারের উদ্দেশ্যে সীমান্ত এলাকায় লুকিয়ে রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান বলেন, দেশের সীমান্ত সুরক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষার প্রশ্নে বিজিবির অবস্থান অত্যন্ত কঠোর। ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে সীমান্তের প্রতিটি ইঞ্চি রক্ষায় বিজিবি এ অভিযান অব্যাহত রাখবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com