হাজার হাজার মানুষের বিনোদনের খোরাক গ্রামীণ ঐতিহ্য ও লোকজ সংস্কৃতি ধরে রাখতে মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের অন্তর্ভুক্ত মান্তা গ্রামের আধ্যাত্মিক সাধক হযরত শাহ্ কানু প্রামাণিকের পবিত্র উরস মোবারক উপলক্ষ্যে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা অনুষ্ঠিত হবে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা বলেন,উৎসব মুখর গরুদৌড় প্রতিযোগিতা দেখতে মানিকগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা থেকে মান্তা মাঠে উপস্থিত হয় সব বয়সের হাজারো দর্শনার্থী। দর্শকদের করতালি ও উচ্ছ্বাসে প্রতিটি দৌড় হয়ে উঠে প্রাণবন্ত । প্রতিযোগিতা চলা কালে বিভিন্ন রঙের গরু ও দক্ষ গরুওয়ালারা প্রতিযোগিতায় অংশ নেন। তরুণ প্রজন্মকে সুস্থ বিনোদনের দিকে আকৃষ্ট করে মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দুরে রাখতেই এমন সুন্দর উদ্যোগের সাধুবাদ জানিয়েছেন তাঁরা। স্থানীয় ইবনে মাসুদের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমরা মেলার জন্য অনুমতিপত্র পেয়েছি। শিক্ষক সাইদুর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, মেলার জন্য অনুমতিপত্র পেয়েছে কিনা আমার জানা নেই। মান্তা মাজার ও মেলা কমিটির সভাপতি হোসেন আলী মাস্টারের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ১৫ জানুয়ারি গরুদৌড় প্রতিযোগিতা, ১৭ জানুয়ারি পবিত্র উরস মোবারক এবং ৫ পালা বাউল গানের আয়োজন করা হয়েছে। তিনি আরো বলেন, এই আনন্দ আয়োজনের মধ্যে উৎসব বিরাজ করছে গ্রামে গ্রামে। আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর পক্ষ্য থেকে মেলার জন্য অনুমতিপত্র দেওয়া হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মেলার জন্য আমরা এখনো অনুমতিপত্র পাই নাই। পাশের এলাকা পুটাইল মেলার মধ্যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আকাঙ্ক্ষিত ঘটনার কারণে মান্তা মেলার অনুমতি নিয়ে একটু জটিলতা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com