ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ করতে হেলিকপ্টারে চড়ে রাজকীয়ভাবে বিয়ে করলেন ইতালি প্রবাসী শেখ মো. মোবারক হোসেন। শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে উপজেলার প্রত্যন্ত গ্রাম উত্তর লক্ষ্মীপুর থেকে জেলা শহরের ভাদুঘর এলাকায় কনের বাড়িতে এই ব্যতিক্রমী বরযাত্রার আয়োজন করা হয়।
বর মোবারক হোসেন নবীনগর উপজেলার উত্তর লক্ষ্মীপুর (সাতঘর হাটি) গ্রামের প্রয়াত শেখ সাদীর মেজো ছেলে। কনে নীলিমা জাহান সামিয়া ব্রাহ্মণবাড়িয়া শহরের ভাদুঘর এলাকার জসিম উদ্দিন মিয়ার বড় মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, মোবারক হোসেন দীর্ঘ বছর ধরে ইতালিতে বসবাস করছেন। তার দীর্ঘদিনের শখ ছিল হেলিকপ্টারে চড়ে বিয়ে করার। সেই ইচ্ছা থেকেই শুক্রবার দুপুরে তিনি আকাশপথে কনের বাড়ির উদ্দেশ্যে রওনা হন। হেলিকপ্টারটি যখন ভাদুঘর এলাকায় অবতরণ করে, তখন এক নজর বর দেখতে কয়েক হাজার স্থানীয় বাসিন্দার ভিড় জমে যায়। পুরো এলাকায় সৃষ্টি হয় ব্যাপক চাঞ্চল্য।
রাজকীয় এই বরযাত্রায় বরের সফরসঙ্গী হিসেবে ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা হোমিওপ্যাথিক হেলথ এন্ড মেডিকেল সোসাইটির সাধারণ সম্পাদক ডা. এম. নাঈমুর রহমান, ঢাকা মহানগর (পূর্ব) ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট তোফাজ্জল হোসাইন খান, সাবেক ছাত্রনেতা সোহাগ, বরের ছোট ভাই শেখ মো. মোশাররফ হোসেন এবং জি টিভির সাংবাদিক জহির রায়হান। পারিবারিক সূত্রে জানা গেছে, মোবারক হোসেন তিন ভাই ও তিন বোনের মধ্যে দ্বিতীয়। অন্যদিকে, কনে নীলিমা জাহান সামিয়া দুই বোন ও এক ভাইয়ের মধ্যে সবার বড়।
গ্রামের প্রত্যন্ত অঞ্চলে এমন জাঁকজমকপূর্ণ বিয়ের আয়োজন নিয়ে স্থানীয়দের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ। এলাকাবাসী নবদম্পতির নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com