জামালপুরের বকশীগঞ্জে তুচ্ছ ঘটনা ও পূর্ব বিরোধের জেরে মোছাঃ ফরিদা বেগম (৪৫) নামে মেম্বারনীকে প্রকাশ্যে শ্লীলতাহানি ও শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। গত ০৯/০১/২০২৬ তারিখ সন্ধ্যায় নীলক্ষিয়া বাজারে ১নং বিবাদীর দোকানের সামনে এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী ফরিদা বেগম (মেম্বার) একজন সহজ-সরল নারী। ১নং বিবাদী মোঃ ফর্সা মেম্বারের সাথে বিজিবি কার্ড ও রাস্তার কন্ট্রাক্ট নিয়ে তাঁর দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। ঘটনার দিন সন্ধ্যা আনুমানিক ০৬:৩০ ঘটিকায় ফরিদা বেগম বাজার দিয়ে বাড়ি ফেরার পথে বিবাদীগণ পরিকল্পিতভাবে তাঁর ওপর হামলা চালায়। ১নং বিবাদী পেছন থেকে তাঁকে জাপটে ধরে শ্লীলতাহানি করে এবং ২নং বিবাদী হাবিবুর রহমান শারীরিক নির্যাতন করে শরীরে জখম করে।
চিৎকার শুনে ১নং সাক্ষী মোঃ রফিকুল ইসলাম তাঁকে বাঁচাতে এগিয়ে এলে বিবাদীগণ তাঁকেও মারধর করে আহত করে এবং তাঁর মোবাইল ফোনটি কেড়ে নিয়ে ভেঙে ফেলে। বিবাদীগণ শুধু শারীরিকভাবে লাঞ্ছিত করেই ক্ষান্ত হয়নি, বরং ভুক্তভোগীকে এলাকা ছাড়া করা এবং মামলা করলে প্রাণনাশের হুমকিও প্রদান করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ঘটনার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে আলোচনার কারণে থানায় অভিযোগ দায়ের করতে কিছুটা বিলম্ব হলেও, বর্তমানে ভুক্তভোগী ফরিদা বেগম বকশীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ঘটনাটির বিষয়ে বকশীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ মকবুল হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি জানান, অভিযোগটি আমরা পেয়েছি, এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com