
পঞ্চগড় সীমান্ত এলাকা থেকে আবু হোসেন (৩০) নামের এক মানবপাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (৯ জানুয়ারি) রাত পৌনে ৯টার দিকে জেলার হাড়িভাসা ইউনিয়নের সালথিয়াপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আবু হোসেন লালমনিরহাট জেলার পাটগ্রাম থানার কাঠালতলী এলাকার আকবর আলীর ছেলে। রাত ১২টার দিকে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঠাকুরগাঁও সেক্টরের অধীন সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ রোধে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) নিয়মিতভাবে তৎপর রয়েছে। বিশ্বস্ত সূত্রে জানা যায়, পঞ্চগড় সদর থানার অন্তর্গত সালথিয়াপাড়া এলাকায় একটি সংঘবদ্ধ চক্র মানবপাচারের সঙ্গে জড়িত। এ তথ্যের ভিত্তিতে ৫৬ বিজিবির অধিনায়কের পরিকল্পনা ও নির্দেশনায় শুক্রবার রাত ৮টা ৪ মিনিটে ঘাগড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com