কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ১ লক্ষ ইয়াবা উদ্ধার একইসাথে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১৫, কক্সবাজার।
র্যাবের সহকারী পরিচালক আ. ম. ফারুক জানান,র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসবাদ দমন,অবৈধ অস্ত্র উদ্ধার এবং মাদক চোরাচালান নিয়ন্ত্রণে নিরলসভাবে গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করে আসছে।এরই ধারাবাহিকতায় চলমান মাদকবিরোধী অভিযান এবং গোয়েন্দা তৎপরতার অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে গত ০৭ জানুয়ারি সিপিসি-১ র্যাব-১৫,কক্সবাজার এর একটি চৌকস আভিযানিক দল উক্ত অভিযান পরিচালনা করে।কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীপাড়া এবং মেরিন ড্রাইভ সড়কের আনুমানিক ২০০ গজ পূর্ব পাশে কাদেরের জমিতে বর্গা চাষী মোহাম্মদ হাকিমের পানের বরজের ভিতরে অভিযান চালায়।
সময় উপস্থিত সাক্ষীদের সামনে ধৃত আসামি মোহাম্মদ হাকিম (২৩) তার নিজ হাতে মাটির নিচ থেকে ইয়াবার চালান বের করে দেয়।
গ্রেফতারকৃত মাদক কারবারী হলেন,বাহার ছড়া ইউনিয়ন ৯ নং ওয়ার্ডের নোয়াখালী পাড়ার নুরুল ইসলামের ছেলে মোহাম্মদ হাকিম
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com