
আবহাওয়া অধিদপ্তর জানায়, রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগসহ টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ, নেত্রকোনা, মৌলভীবাজার, লক্ষ্মীপুর ও কুমিল্লা জেলায় হালকা থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বইছে। এখন ৩২ জেলায় শৈত্যপ্রবাহ বইছে এবং তা অব্যাহত থাকতে পারে।
অন্যদিকে, কক্সবাজারের টেকনাফে আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। এতে উত্তর ও দক্ষিণাঞ্চলের তাপমাত্রার বড় ব্যবধান দেখা যায়।
গত তিন দিনে সর্বনিম্ন তাপমাত্রা ধারাবাহিকভাবে কমেছে। সোমবার রাজশাহীতে ছিল ৭.৫ ডিগ্রি সেলসিয়াস, মঙ্গলবার নেমে আসে ৭.০ ডিগ্রিতে, আর আজ নওগাঁয় রেকর্ড হয়েছে ৬.৭ ডিগ্রি সেলসিয়াস।
রাজধানীতে কুয়াশা কম থাকলেও গতকালের তুলনায় তাপমাত্রা প্রায় দুই ডিগ্রি কমেছে।
আবহাওয়াবিদদের মতে, সর্বনিম্ন তাপমাত্রা ৮.১ থেকে ১০ ডিগ্রির মধ্যে থাকলে তাকে মৃদু, ৬.১ থেকে ৮ ডিগ্রির মধ্যে থাকলে মাঝারি এবং ৪.১ থেকে ৬ ডিগ্রির মধ্যে থাকলে তাকে তীব্র শৈত্যপ্রবাহ বলা হয়। তাপমাত্রা ৪ ডিগ্রির নিচে নামলে তা অতি তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে বিবেচিত হয়।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানানো হয়, জানুয়ারি মাসে একটি তীব্র শৈত্যপ্রবাহসহ অন্তত পাঁচটি শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com