প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৬, ৩:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৬, ২০২৬, ৬:১৫ পি.এম
গণভোট ২০২৬: নওগাঁয় ভোটের গাড়িতে জনমত গ্রহণ কার্যক্রম অনুষ্ঠিত

সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এবং জেলা তথ্য অফিসের সহযোগিতায় আসন্ন গণভোট ২০২৬ ও জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁয় জনমত গ্রহণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৬ জানুয়ারি) নওগাঁ সদর উপজেলার ব্যস্ততম এলাকা মুক্তির মোড়ে স্থাপিত ‘ভোটের গাড়ি’-র মাধ্যমে সাধারণ জনগণের কাছ থেকে মতামত ও পরামর্শ সংগ্রহ করা হয়। এ কার্যক্রমের আওতায় সাধারণ মানুষ প্রধান উপদেষ্টার কাছে নিজেদের প্রত্যাশা, মতামত ও সুপারিশ লিখিত আকারে পাঠানোর সুযোগ পান। এ জন্য সেখানে বিশেষভাবে স্থাপন করা হয় জনমত বক্স।
কার্যক্রম চলাকালে ভোটের গাড়ি ও আশপাশের এলাকায় বিভিন্ন ব্যানার ও ফেস্টুন টাঙানো হয়, যেখানে লেখা ছিল “দেশের চাবি আপনার হাতে”। এসব স্লোগান সাধারণ মানুষের মধ্যে ভোটাধিকার ও গণতান্ত্রিক অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে।
জনমত গ্রহণ কার্যক্রমকে আরও আকর্ষণীয় ও প্রাণবন্ত করে তুলতে ভোটের গাড়িতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। গান, আবৃত্তি ও সচেতনতামূলক পরিবেশনার মাধ্যমে উপস্থিত জনগণের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। এতে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং গণভোট ও নির্বাচন বিষয়ে নিজেদের মতামত প্রকাশ করেন।
আয়োজকরা জানান, এ ধরনের কার্যক্রমের মাধ্যমে জনগণের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করা এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও শক্তিশালী করাই মূল লক্ষ্য।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত