খালেদা জিয়া ১৮ কোটি মানুষের নেত্রী ছিলেন: প্রকৌশলী শ্যামল । ব্রাহ্মণবাড়িয়া সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশব্যাপী ঘোষিত ৭ দিনব্যাপী শোক কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) বিকেলে শহরের জাতীয় বীর আবদুল কুদ্দুস মাখন পৌর মুক্ত ময়দানে জেলা বিএনপির উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। মিলাদ ও দোয়ার পাশাপাশি এদিন মরহুমার স্মরণে শোক বইতে গণস্বাক্ষর সংগ্রহ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক এবং জেলা বিএনপির সভাপতি প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল।
সভাপতির বক্তব্যে প্রকৌশলী শ্যামল বলেন, “বেগম খালেদা জিয়ার জানাজায় যে অভূতপূর্ব জনসমুদ্র দেখা গেছে, তা-ই প্রমাণ করে তিনি শুধু বিএনপির নেত্রী ছিলেন না, বরং এদেশের ১৮ কোটি মানুষের হৃদয়ে তার অবস্থান ছিল। তিনি আমৃত্যু গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় আপসহীন লড়াই করে গেছেন। স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে তার বলিষ্ঠ ও আপসহীন ভূমিকা বিএনপিকে গণমানুষের দলে পরিণত করেছিল।” তিনি আরও বলেন, দেশ ও গণতন্ত্রের জন্য খালেদা জিয়ার অবদান জাতি চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ রাখবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম সিরাজসহ জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
মিলাদ ও দোয়া মাহফিলে মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন জামিয়া ইউনুছিয়া ইসলামিয়ার সিনিয়র শিক্ষক মাওলানা মারুফ কাসেমী। শোক কর্মসূচিতে ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর উপজেলার বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com