বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় সোমবার দুপুরে বরিশালের গৌরনদী উপজেলার রাজাপুরে ওয়ার্ড বিএনপির উদ্যোগে মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপজেলার ২নং বার্থী ইউনিয়নের ৬নং ওয়ার্ড শাখার উদ্যোগে ওইদিন দুপুর ২টায় এ মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ইসাহাক সন্যামতের সভাপতিত্বে অনুষ্ঠিত মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ রফিকুল ইসলাম কাজল, টরকী বন্দর বণিক সমিতির সভাপতি বিএনপি নেতা শরীফ শাহাবুব হাসান। বক্তব্য রাখেন, বার্থী ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ মিজানুর রহমান মিন্টু, যুগ্ম আহবায়ক মোঃ শাজাহান ফকির, ৬নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মোঃ হাবুল হাওলাদার, ওয়ার্ড বিএনপি নেতা মোঃ সাইদুল ঘরামী, মোঃ কামাল মুন্সি, মোঃ ইব্রাহীম সরদার মোঃ কালাম খান প্রমূখ। শেষে মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠানটি পরিচালনা করেন কাঁঠালতলী জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোস্তফা নূর।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com