প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৬, ৭:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৫, ২০২৬, ৫:৪৯ পি.এম
উত্তরবঙ্গে তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত, গোবিন্দগঞ্জে হাড়কাঁপানো ঠান্ডায় দুর্ভোগ চরমে

উত্তরবঙ্গজুড়ে চলমান তীব্র শীতের প্রকোপে জনজীবন চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। বৈরি আবহাওয়ার কারণে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় হাড়কাঁপানো ঠান্ডা অনুভূত হচ্ছে। কনকনে শীত ও ঘন কুয়াশায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে প্রতিদিনই।
বিশেষ করে নিম্ন আয়ের মানুষেরা পড়েছেন চরম দুর্ভোগে। দিনমজুর, রিকশাচালক, ভ্যানচালক ও খেটে খাওয়া মানুষেরা কাজের অভাবে অর্ধাহারে-অনাহারে জীবন যাপন করছেন। প্রয়োজনীয় শীতবস্ত্রের অভাবে অনেকেই খোলা আকাশের নিচে বা অস্থায়ী ঘরে মানবেতর জীবন কাটাচ্ছেন। প্রচণ্ড ঠান্ডার কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন বৃদ্ধ ও শিশুরা। শীতজনিত রোগে আক্রান্ত হয়ে অনেক শিশু ও বয়স্ক মানুষ সর্দি-কাশি, জ্বর ও শ্বাসকষ্টসহ নানা অসুস্থতায় ভুগছেন। স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র গুলোতে শীতজনিত রোগীর সংখ্যাও দিন দিন বাড়ছে বলে জানা গেছে। সকাল থেকে দুপুর পর্যন্ত ঘন কুয়াশার কারণে যানবাহন চলাচলেও দেখা দিয়েছে ধীরগতি। এতে করে স্কুলগামী শিক্ষার্থী ও কর্মজীবী মানুষদের দুর্ভোগ আরও বেড়েছে।
এদিকে শীতের তীব্রতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফলে দ্রুত প্রয়োজনীয় শীতবস্ত্র বিতরণসহ দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য প্রশাসন ও বিত্তবানদের এগিয়ে আসার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত