রাজশাহীর বাগমারা উপজেলার হাটগাঙ্গোপাড়া  মডেল প্রেসক্লাবের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে।গত  বৃহস্পতিবার (১জানুয়ারি -২৬) সকাল ৯ ঘটিকার সময় হাটগাঙ্গোপাড়া মডেল প্রেসক্লাব  থেকে বার্ষিক বনভোজনের উদ্দেশ্যে রওনা হয়।
 বনভোজনের প্রথম স্থান, আব্দুল জলিল শিশু পার্ক ও ডানা পার্ক নওগাঁর। সেখানে ভ্রমণ শেষে রওনা হয়। মহাস্থানগড় ও মমইন রিসোর্ট এন্ড পার্ক বগুড়া। সেখানে সারাদিন ভ্রমণ শেষে সবাই রওনা হন হাটগাঙ্গোপাড়া মডেল প্রেসক্লাবে বাগমারার উদ্দেশ্যে।
এ সময় প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন, হাটগাঙ্গোপাড়া মডেল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও মানবাধিকারের সচিব রাজধানীর টেলিভিশনের নওগাঁ জেলা প্রতিনিধি মোঃ রেজাউল করিম (রাকিব)।
হাটগাঙ্গোপাড়া মডেল প্রেসক্লাবের বর্তমান সভাপতি মোঃ রমজান আলী সরদার ও সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম, সাজু মাহমুদ, সাহাবুর রহমান, সজিব খান শিমুল সহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।