"প্রযুক্তি ও সমতায় কল্যাণ ও সমতা "এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৩ জানুয়ারি শনিবার সকাল ১০ ঘটিকায় মানিকগঞ্জ বেউথা রোডের সমন্বিত সরকারি অফিস ভবনের মাল্টিপারপাস হলরুমে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষ্যে উন্মুক্ত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ আব্দুল বাতেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, শহর সমাজসেবা কর্মকর্তা মেহেদি মাসুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ রোকনুজ্জামান, ন্যাশনাল পলিটেকনিক্যাল ইনস্টিটিউট এর অধ্যক্ষ ড. মোহম্মদ ফারুক হোসেন, গণকল্যাণ ট্রাস্টের প্রতিনিধি মোঃ জহিরুল ইসলাম, সমাজ সেবক মির্জা তানজিনা ইয়াসমিন, প্রতিবন্ধী সংগঠক এমডিপিওডির পরিচালক এন্তাজ আলী। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন , জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সমাজসেবা অধিদপ্তরের কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।সমাজসেবা মূলক কাজে বিশেষ অবদান রাখায় কয়েকটি বেসরকারি এনজিও প্রতিষ্ঠান ও ব্যক্তিদের মধ্যে প্রধান অতিথি বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা ক্রেস্ট প্রদান ও পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন। উল্লেখ্য, মানিকগঞ্জের প্রকৃতি কল্যাণ সংঘের পক্ষে সম্মাননা স্মারক ও সনদপত্র গ্রহণ করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সাইদুল ইসলামের পক্ষে সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ তৌছিবুল ইসলাম শোভন, সাধারণ সম্পাদক অরুণচন্দ্র রায় এবং অর্থ সম্পাদক সিরাজুল ইসলাম।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com