বন্যপ্রাণী ব্যাবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রাম এর চুনতি অভয়ারণ্য রেঞ্জের আওতাধীন আজিজ নগর বন্য প্রাণী অভয়ারণ্য বিটের উত্তর হারবাং ইছাছড়ি এলাকায় সরকারী জমি তথা বন্য প্রাণী অভয়ারণ্যের ২০১৬ ইং সালে জমি দখল করার সময় খবর পেয়ে তৎকালীন রেঞ্জ কর্মকর্তা শহিদুল আলম সরকারের নেতৃত্বে জবরদখল প্রতিরোধ করতে তথা সরকারী দায়িত্ব পালন করতে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাঁধা প্রদান কালে দখলবাজরা স্বশস্ত্র হামলা চালিয়ে একাধিক বন কর্মকর্তা - বনকর্মী কে গুরুত্ব আহত করে, উক্ত ঘটনায় উর্ধতন কতৃপক্ষের নির্দেশনায় চুনতি বন্য প্রাণী অভয়ারণ্যের রেঞ্জ কর্মকর্তা শহিদুল আলম সরকার বাদী হয়ে ১২ জন কে আসামি ৩০/৩/২০১৬ ইং সালে চকরিয়া থানায় একটি এজাহার দায়ের করেন, মামলার ১২ আসামির মধ্যে ৬ নং আসামি আটক হন, সে বর্তমানে জামিনে আছেন। বাকী পরোয়ানাভুক্ত এগারজন
আসামি পলাতক ছিলেন কিন্তু পুলিশের সাঁড়াশি অভিযানে এক জানুয়ারী এগারজন আসামী যথাক্রমে পুর্ব বড় ভেওলা ইউনিয়নের কালা সিকদার পাড়া এলাকার শামশুল আলমের পুত্র বেলাল উদ্দিন, উত্তর হারবাং ভিলিজার পাড়া এলাকার মৃত হেদায়ত আলীর পুত্র আবুল কালাম, মৃত আহমদ হোসেনের পুত্র রশিদ আহৃদ, ইব্রাহিমের পুত্র জিয়াবুল হক, রোডপাড়া এলাকার আবুল কালামের পুত্র আলাউদ্দিন, উত্তর হারবাং ইছাছড়ি এলাকার মুফিজুর রহমানের পুত্র নুরুল আবছার, গোলাম ছোবহান মিয়ার ঘোনা এলাকার মৃত জলিল বক্স এর পুত্র মহি উদ্দিন, ভিলিজার পাড়া এলাকার আজিজুর রহমানের পুত্র নাছির উদ্দীন, আহমদ হোসেন এর পুত্র মোস্তাক আহমদ, উত্তর হারবাং পশ্চিম ভিলিজার পাড়া এলাকার মৃত ওয়াজ উদ্দিন এর পুত্র মো: শফি, ইব্রাহিম এর পুত্র ডা: বেলাল উদ্দিন, মৃত নুর হোসেন এর পুত্র মনজুর আলম। ধৃতদের থানা পুলিশ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছেন। বন্য প্রাণী অভয়ারণ্য চুনতি রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা গাজী বাহার উদ্দিন জানান বন্য প্রাণী অভয়ারণ্যের সরকারী জমি দখলকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে দখলকারী যেই হউক কাউকে ছাড় দেয়া যাবে না।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com