আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তবে হলফনামা ও কাগজপত্রে অসংগতি থাকায় বাতিল করা হয়েছে অন্য দুই প্রার্থীর মনোনয়ন।
শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এই ঘোষণা দেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আ. মান্নান।: যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা মো. আ. মান্নান জানান, এই আসনে মনোনয়ন জমা দেওয়া পাঁচ প্রার্থীর মধ্যে তিনজনের প্রার্থিতা বৈধ পাওয়া গেছে। তাঁরা হলেন-বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবদুল্লাহ আল ফারুক এবং গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী আবদুল কাদের প্রাইম।
অন্যদিকে মনোনয়নপত্র ও সংযুক্ত তথ্যাবলিতে অসংগতি থাকায় দুই প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। বাদ পড়া প্রার্থীরা হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী সরওয়ার আলম কুতুবী এবং স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম। বাতিল হওয়া প্রার্থীরা নিয়ম অনুযায়ী আপিল কর্তৃপক্ষের কাছে প্রার্থিতা ফিরে পেতে আপিল করতে পারবেন।
চকরিয়া ও পেকুয়া উপজেলা নিয়ে গঠিত কক্সবাজার-১ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৩৩ হাজার ৯৫ জন। এর মধ্যে চকরিয়া উপজেলায় ৩ লাখ ৮৬ হাজার ৪৯৬ জন এবং পেকুয়া উপজেলায় ১ লাখ ৪৬ হাজার ৫৯৯ জন ভোটার রয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com