প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৬, ৯:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৪, ২০২৬, ৬:৫৩ পি.এম
উত্তরা পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ গ্রেফতার ১১

রাজধানীর উত্তরা পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযান: মাদকসহ গ্রেফতার ১১, উত্তরা পশ্চিম থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ডিএমপি অধ্যাদেশ আইনে মোট ১১ জন আসামিকে গ্রেফতার করেছে। আজ রবিবার (৪ জানুয়ারি ২০২৬) উত্তরা পশ্চিম থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরণের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে ১ জন নিয়মিত মাদক মামলার এবং বাকি ১০ জন ডিএমপি অধ্যাদেশ ভুক্ত বিভিন্ন অপরাধের আসামি। গ্রেফতারকৃত সকল আসামিকে আজই বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
অভিযানে মাদক মামলায় গ্রেফতারকৃত আসামি হলেন—সৈকত আলী (৪৫)। এছাড়া ডিএমপি অধ্যাদেশ আইনে গ্রেফতারকৃত ১০ জন আসামি হলেন— মো. মঞ্জু (৪০), মো. ফরিদুল ইসলাম (২৫), মো. আরাফাত (১৯), মো. মাহির হাসান (২১),মো. রবিউল হাসান (২৫), মো. রাজু (৩২)
, মোঃ অভি (২০),মোঃ রাইসুল (১৯), তানভীর হাসান দীপ্ত (৩২), মোঃ সজীব (৩০)।
গ্রেফতারের সময় পুলিশ আসামিদের হেফাজত থেকে ৭২ (বাহাত্তর) পুরিয়া হেরোইন, ০১ (এক) পিস ইয়াবা ট্যাবলেট, ০২ (দুই) পুরিয়া গাঁজা উদ্ধার করে।
উত্তরা পশ্চিম থানা পুলিশ জানিয়েছে, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরণের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত