পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলায় গত শুক্রবার (২রা জানুয়ারি) নূর এন্ড নাজাত ফাউন্ডেশনের ও ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ( ড্যাব) এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হল ফ্রি মেডিকেল ক্যাম্প।
আটোয়ারী উপজেলার- “আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়” মাঠে এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে মেডিসিন, হৃদরোগ, শিশু, প্রসূতি ও স্ত্রীরোগ, চর্ম ও যৌন, অর্থোপেডিক, মুখ ও দন্তসহ ১১ জন বিশেষজ্ঞ ডাক্তার রোগীদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন এবং ফ্রীতে ঔষধ সরবরাহ করা হয়। এ সময় সাধারণ মানুষের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে।
কয়েকজন রোগীর সাথে কথা বলে জানা যায়, আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কাঙ্খিত বিশেষজ্ঞ ডাক্তার না থাকায় আমরা স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হয়ে আসছি।
বিশেষজ্ঞ ডাক্তার না থাকায় উপজেলার মানুষকে যেতে হয় ঠাকুরগাঁও বা পঞ্চগড় জেলা অভিমুখে।
চিকিৎসা নিতে আসা মোঃ আব্দুল হামিদ বলেন, আমি দীর্ঘদিন ধরে অর্থোপেডিক সমস্যায় ভুগিতেছি টাকার অভাবে বড় ডাক্তারের শরণাপন্ন হতে পারিনি তাই এখানে এসেছি। কয়েক জন চিকিৎসা নিতে আসা রোগী জানান, বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে স্বল্প সময়ে সেবা পাওয়া তাদের জন্য স্বস্তির। অনেকেই বলেন, এই ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প আরও বেশি হলে গ্রামের সাধারণ মানুষ উপকৃত হবে।
নুর এন্ড নাজাত ফাউন্ডেশনের প্রতিনিধি জানান, মানবিক দায়বদ্ধতা থেকেই এই আয়োজন করা হয়েছে। তিনি আরও জানান, পর্যায়ক্রমে পঞ্চগড় জেলায় এ ধরনের আরও তিনটি ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে জেলার প্রত্যন্ত এলাকার মানুষকে বিনামূল্যে স্বাস্থ্য সেবার আওতায় আনা হবে।
ড্যাবের পক্ষ থেকে বলা হয়, প্রায় ৭০০ জন এর অধিক রোগীকে আমরা সেবা দিতে পেরেছি, সামাজিক দায়িত্ববোধ থেকে আমাদের এ ধরনের উদ্যোগ ও সহযোগিতা অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com