ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিনে শরীয়তপুরের ৩টি আসনে মোট ২৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। বিএনপির ৩ জন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৩ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ৩ জনসহ মোট ২৩ জন প্রার্থী সহকারি রিটার্নিং ও রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন।
শরীয়তপুর-১ (২২১-পালং-জাজিরা) আসনে জেলা বিএনপির বিএনপির মনোনীত প্রার্থী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাক সাঈদ আহমেদ (আসলাম), বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো: মোশারফ হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিসের জালালুদ্দীন আহমদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো: তোফায়েল আহমেদ, গণঅধিকার পরিষদের ফিরোজ আহমেদ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মো: আবদুর রহমান, বাংলাদেশ সুপ্রীম পার্টি নুর মোহাম্মদ মিয়া, স্বতন্ত্র সৈয়দ নজরুল ইসলাম ও মোহাম্মদ গোলাম মোস্তফা।
শরীয়তপুর-২ (২২২-নড়িয়া সখিপুর) বিএনপির মনোনীত প্রার্থী জেলা বিএনপির সভাপতি সফিকুর রহমান কিরন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাহমুদ হোসেন, স্বত›ত্র প্রার্থী ফারহানা কাদির রহমান, মো: আলমগীর হোসেন, মো: নাসির বন্দুকচি, ইসলামী আন্দোলন বাংলাদেশের ইমরান হোসেন, গণঅধিকার পরিষদের আখতারুজ্জামান স¤্রাট, জাতীয়পার্টির জসিম উদ্দীন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মাহমুদুল হাছান, জনতার দলের পারভেজ মোশারফ।
শরীয়তপুর-৩ (২২৩-ভেদরগঞ্জ-ডামুড্যা-গোসাইরহাট) আসনে বিএনপির মনোনীত প্রার্থী তারেক রহমানের একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুহাম্মদ আজাহারুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ হানিফ মিয়া, জাতীয় পার্টির মো: আব্দুল হান্নান মনোনয়ন পত্র দাখিল করেছেন।
জেলা রিটানিং অফিসার তাহসিনা বেগম বলেন, সোমবার বিকেল ৫টা পর্যন্ত জেলায় তিনটি আসনে মোট ২৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com