জীবনের এক অবিচ্ছেদ্য অংশ ঢেঁকি। এক সময় এর ছন্দময় শব্দে মুখরিত থাকতো পাড়া মহল্লা। কিন্তু যন্ত্রচালিত কালের দাপটে সেই ঐতিহ্যবাহী ঢেঁকি এখন প্রায় বিলুপ্তির পথে। তবে প্রযুক্তি ব্যবহার করে প্রাচীন এই ঐতিহ্যকে আবার আধুনিক রূপে ফিরিয়ে এনেছে অনেকেই। তবে পারিবারিকভাবে নয় ব্যবসায়িক আকারে।
সরেজমিন পরিদর্শনে দেখা গেছে, মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার নালী ইউনিযনের কুন্দুরিয়া গ্রামে অবাক মার্কেটে ঢেঁকি ঘরের স্বত্বাধিকারী মোঃ আকতার হোসেন আমন আউশ ধানের ঢেঁকিছাঁটা ফরমালিন মুক্ত লাল চাউল বিক্রি করছেন। তিনি বলেন, ২০২০ খ্রিষ্টাব্দে তিনি হৃদরোগ, জন্ডিস ও ডায়াবেটিস রোগে আক্রান্ত হয়। তাঁর শারীরিক জটিলতার কারণে রোগীর কাতারে এসে পৌঁছায় তিনি। তখন রামপ্রসাদ সরকার নামে এক চিকিৎসক তাঁকে আমন ও আউশ ধানের লাল চাউলের ভাত খাওয়ার পরামর্শ দেন। চিকিৎসকের পরামর্শে তিনি আমন ও আউশ ধানের ফরমালিনমুক্ত লাল চাউলের ভাত খেয়ে শরীরের সুস্থতা ফিরে পায়। তাঁর পর থেকে তিনি ঢেঁকিঘর প্রতিষ্ঠার মাধ্যমে ঢেঁকি ছাঁটা আমন আউশ ধানের লাল চাউল বিক্রি করছেন। এছাড়া এখানে আতপ চাউল ,হলুদ ও মরিচ ভাঙ্গনোর ব্যবস্থা আছে। স্থানীয়রা বলেন, মোঃ আকতার হোসেন ছোট বেলা থেকেই সৎ , মিতব্যয়ী, স্পষ্টবাদী ও কঠোর পরিশ্রমী। তাঁর এই ঢেঁকি যেন ঐতিহ্য ও প্রযুক্তির এক চমৎকার মেলবন্ধন। বিদ্যুতের মাধ্যমে মোটরের সাহায্যে তাঁর দুটি কাঠের ঢেঁকি সচল রয়েছে। ৫ ফুট দৈর্ঘের এই ইলেকট্রনিক ঢেঁকি গুলোতে ৪ হর্স পাওয়ারের মোটর যন্ত্রাংশের সঙ্গে যুক্ত করে বসানো হয়েছে কাঠের ঢেঁকি। ঘিওর উপজেলার ঐতিহ্যবাহী হেলাচিয়া মাজেদা চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবি মোঃ মাসুদুল ইসলাম মাসুদ বলেন, সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে বিপন্ন প্রান্তিক মানুষের পাশে দাঁড়াতে একটুও কার্পণ্য করেন না আকতার হোসেন। তাঁর পিতা ছিলেন নালী ইউনিয়ন পরিষদের আদর্শ জনপ্রতিনিধি। আকতার হোসেনের এমন চমৎকার উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন তিনি । ঢেঁকি ঘরের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ আকতার হোসেন বলেন, ধান কিনতে আমার বাইরের জেলায় যেতে হয় না। আমাদের মানিকগঞ্জ জেলায় বিশাল বিশাল ফসলের ভান্ডার আছে। তিনি আরো বলেন, প্রতি কেজি আমন /আউশ ধানের লাল চাউল ১ শত টাকায় বিক্রি করছি। উল্লেখ্য, মোঃ আকতার হোসেনের এমন মহতী উদ্যোগের সাধুবাদ জানিয়েছেন সমাজের বিশিষ্ট জনেরা।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com