সমাজসেবা, শিক্ষা ও মানবকল্যাণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আধুনিক নোয়াপাড়ার রূপকার ও প্রাণ স্পন্দন আলমাস ইউনুস ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব মো. জসিম উদ্দিনকে সংবর্ধনা প্রদান করেছে নোয়াপাড়া প্রবাসী উন্নয়ন পরিষদ।
সোমবার (২৯ ডিসেম্বর) রাতে দুবাইয়ের একটি স্থানীয় হোটেলে রাউজান নোয়াপাড়া প্রবাসীদের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মোহাম্মদ আকবর হোসাইনের সভাপতিত্বে এবং সাবেক ছাত্রনেতা মোহাম্মদ ইদ্রিস ও বখতিয়ারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবর্ধিত অতিথি আলহাজ্ব মো. জসিম উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আবুধাবির বিশিষ্ট ব্যবসায়ী ও দানবীর রেজাউল করিম লিটন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলমাস ইউনুস ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো. আবু তাহের, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জুবায়ের তানশী, আলহাজ্ব শরাফত আলি, সেলিম উদ্দিন চৌধুরী, ব্যাংকার মোহাম্মদ কুতুবুদ্দিন, ব্যবসায়ী মো. আলম, মো. রুবেলসহ নোয়াপাড়া প্রবাসী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বক্তারা তাদের বক্তব্যে আলহাজ্ব মো. জসিম উদ্দিনের সমাজসেবা, শিক্ষা বিস্তার, মানবকল্যাণমূলক কর্মকাণ্ড এবং নোয়াপাড়ার সার্বিক উন্নয়নে অনন্য অবদানের ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন।
অনুষ্ঠানের একপর্যায়ে নোয়াপাড়ার বিভিন্ন সামাজিক ও প্রবাসী সংগঠনের পক্ষ থেকে আলহাজ্ব মো. জসিম উদ্দিনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। শেষে তার দীর্ঘায়ু ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com