আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গতকাল ২৯ ডিসেম্বর মনোনয়ন ফরম জমা দেয়ার শেষ দিনে কক্সবাজারের চার আসনে তেইশজন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন। কক্সবাজার - ১ চকরিয়া - পেকুয়া আসনে জাতীয়তাবাদী দল (বিএনপির) মনোনীত প্রার্থী ও স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক, ইসলামি আন্দোলন বাংলাদেশ এর মনোনীত প্রার্থী ছরওয়ার আলম কুতুবী, গণ অধিকার পরিষদের মনোনীত প্রার্থী আব্দুল কাদের ও স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম। কক্সবাজার- ২ মহেশখালী - কুতুবদিয়া আসনে ইসলামি আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী জিয়াউল হক বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী ওবাইদুল কাদের নদভী, জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, গণ অধিকার পরিষদ মনোনীত প্রার্থী এসএম রুকুনোজ্জামান ও জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী এএইচ এম হামিদুর রহমান আজাদ,জাতীয়পার্টি মনোনীত প্রার্থী মুহাম্মদ মাহমুদুল করিম ও স্বতন্ত্র প্রার্থী গোলাম মাওলা । কক্সবাজার -৩ কক্সবাজার সদর,রামু ও ঈঁদগাও আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোীত প্রার্থী আমিরুল ইসলাম, জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী লুৎফুর রহমান কাজল,বাংলাদেশ লেবার পার্টির জগদীশ বড়ুয়া,স্বতন্ত্র পার্টির মো: ইলিয়াছ মিয়া, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী শহিদুল আলম (বাহাদুর,)ও আমজনতার দল নুরুল আবছার। কক্সবাজার ৪ উখিয়া- টেকনাফ আসনে ইসলামি আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী নুরুল হক, জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত শাহাজাহান চৌধুরী, জাতীয়তাবাদী গণ তান্ত্রিক আন্দোলন এর প্রার্থী সাইফুদ্দিন খালেদ, লেবারেল ডেমোক্রেটিক পার্টির আব্দুল্লাহ আল আরাফাত ও জামায়াতে ইসলামী মনেনীত প্রার্থী নুর আহমদ আনোয়ারী।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com