"যারা যাবে নাহ তারা থাক চলে আমরা এগিয়ে যায়" শিক্ষা ও সেবামূলক সংগঠন 'ইউনিক ফাউন্ডেশন'-এর উদ্যোগে ৪র্থ বারের মতো আয়োজিত 'ইউনিক ফাউন্ডেশন মেধা বৃত্তি পরীক্ষা–২০২৫" অত্যন্ত সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়েছে।
শনিবার গত ২৭/১২/২৫ ইং আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে কেন্দ্রে অনুষ্ঠিত এই প্রতিযোগিতামূলক পরীক্ষায় ১২০টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় ১৮০০-এর অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। ৩য় থেকে ১০ম শ্রেণি পর্যন্ত মোট ৮টি পৃথক বিভাগে শিক্ষার্থীরা তাদের মেধার স্বাক্ষর রাখে।
পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন করেন ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. এমদাদুল হাসান, সাইফুল ইসলাম, আবদুল হাকিম রানা এবং সংগঠনের অন্যতম উপদেষ্টা মিশু। অতিথিবৃন্দ পরীক্ষার সুষ্ঠু পরিবেশ ও সংগঠনের এমন মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
পুরো পরীক্ষাটি সার্বিকভাবে পরিচালনা করেন ফাউন্ডেশনের সভাপতি ইমরান শাফায়াত। পরীক্ষা নিয়ন্ত্রকের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহাদাত হোসাইন
বৃত্তি পরীক্ষাটি সফল করতে অক্লান্ত পরিশ্রম করেন সংগঠনের একঝাঁক নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবী ও শুভাকাঙ্ক্ষী। তাদের মধ্যে উপস্থিত ছিলেন সাইমন, সোলাইমান, খোরশেদ, আবদুল মুহি, আজমীর, জোবাইদুল, নাদিয়া, তানাশ, নূর হোসেন, হাসনাইন, জামশেদ, আফরিন, রুকসাত, সাগর, আরিফ ইবনে সালাম, রুমি আক্তার, রায়হানসহ আরও অনেকে।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও পড়াশোনায় উৎসাহ প্রদানের লক্ষ্যেই প্রতি বছর এই বৃত্তির আয়োজন করা হয়।সংগঠন সূত্রে জানা যায়, সকলের আন্তরিক সহযোগিতা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবারের আয়োজনটি অন্যান্য বছরের তুলনায় অধিক প্রাণবন্ত ও সুশৃঙ্খল হয়েছে। দ্রুতই পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের তারিখ ঘোষণা করা হবে বলে সংগঠন ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com