১: সূর্যি মামা ঘুমিয়ে
সূর্যি মামা ঘুমিয়ে আছে
ভোরের বেলা
কুয়াশা এসে ঢেকেছে আজ
পাড়া-মহলা
শীতের হাওয়া বইছে ধীরে
নরম সুরে
ঘাসের বুকে শিশির কাঁপে
ভোরের ভোরে
পাখি ডাকে আলো চেয়ে
ডালিম গাছে
সূর্যি মামা উঠবে বলেই
মনটা নাচে
২: রোদ্দুর আসবে
ভোরের আকাশ মেঘলা আজ
সাদা রঙে
সূর্যি মামা লুকায় কোথায়
কে তা জানে
ঠান্ডা হাওয়া গাল ছুঁয়ে যায়
চুপটি করে
চায়ের কাপে ধোঁয়া ওঠে
নীরব ঘরে
রোদ্দুর আসবে একটু পরে
এই ভরসা
শীতের ভোরে হাসি ফোটে
মনে আশা
৩: কুয়াশার ভোর
কুয়াশা ভরা ভোরটা আজ
চুপচাপ থাকে
সূর্যি মামা দেরি করে
আসবে নাকে
শীতের চাদর টেনে ধরে
পথের ধুলা
রোদ না পেয়ে গাছপালা সব
মনটা ভুলা
আলো আসবে এই বিশ্বাস
ভাঙে না আর
ভোরের বুকে দিন গড়াবে
এই তো সার
৪: শীতের সকাল
শীতের সকাল কাঁপছে আজ
হালকা হাওয়ায়
সূর্যি মামা ঘুম ভাঙাবে
কোন ছোঁয়ায়
পথের ধারে মানুষ চলে
হাত গুটিয়ে
রোদ্দুর পেলে মুখে হাসি
মন ফুটিয়ে
দিনটা হবে আলোভরা
এই যে আশা
শীতের সকাল জুড়ে থাকে
নরম ভাষা
৫: ভোরের ডাকে
ভোরের ডাকে ঘুম ভাঙে আজ
পাখির সুরে
সূর্যি মামা উঠবে বলে
মনটা ভরে
কুয়াশা সরে ধীরে ধীরে
পথের পাশ
রোদ্দুর এলে সকাল হবে
নতুন সাজ
দিনটা তখন হাসবে খুশি
আলো পেয়ে
শীতের ভোরে প্রাণ জুড়ায়
রোদ্দুর ছুঁয়ে
