বান্দরবানের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ৩০০নং পার্বত্য জেলা বান্দরবান আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরী।
সোমবার (২৯ ডিসেম্বর) সকালে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা শামীম আরা রিনি এর হাতে আনুষ্ঠানিকভাবে তার মনোনয়ন পত্র দাখিল করেন। এসময় উপস্থিত ছিলেন বান্দরবান জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ কামরুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক আবু তালেব, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ওসমান গনি, বিএনপি নেতাকর্মি ও বিএনপি'র সহযোগি সংগঠনের নেতা কর্মিগণ।
মনোনয়ন পত্র জমা শেষে সাচিং প্রু জেরী বলেন, “বান্দরবানের মানুষের অধিকার প্রতিষ্ঠা, উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে আমি এই নির্বাচনে অংশ নিয়েছি।” তিনি আরো বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে জনগণই তার পক্ষে রায় দেবে বলে তিনি আশাবাদী।
এসময় জেলা প্রশাসক শামীম আরা রিনি সকলকে নির্বাচনী আচরণবিধি মেনে চলতে অনুরোধ জানান।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com