প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৬, ৮:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৯, ২০২৫, ৭:১৬ পি.এম
নওগাঁয় এমপিওভুক্ত শিক্ষকদের সাংবাদিকতা ও কোচিংয়ে জড়িত থাকার অভিযোগ

নওগাঁ জেলায় এমপিওভুক্ত কয়েকজন শিক্ষক ও কর্মচারী সরকারি নীতিমালা লঙ্ঘন করে সাংবাদিকতা ও কোচিং ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন-এমন অভিযোগ তুলে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছে নওগাঁ জেলা সম্মিলিত সাংবাদিক ঐক্য জোট।
সোমবার (২৯ ডিসেম্বর) জেলা প্রশাসক বরাবর দেওয়া আবেদনে সংগঠনটি জানায়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ কর্তৃক জারিকৃত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫ অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা পেশাগত দায়িত্বের বাইরে সাংবাদিকতা বা কোচিং ব্যবসার সঙ্গে যুক্ত থাকতে পারবেন না। নীতিমালার ১১.১৭ (ক) ধারায় বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ রয়েছে।
তবে নওগাঁ জেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত কয়েকজন শিক্ষক ও কর্মচারী ওই নীতিমালা অমান্য করে সাংবাদিকতা এবং কোচিং কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করা হয়।
আবেদনে উল্লেখ করা নামগুলোর মধ্যে রয়েছেন-রানীনগর মহিলা কলেজের প্রভাষক বেলায়েত হোসেন, যিনি একাধিক গণমাধ্যমে কর্মরত; একই কলেজের শিক্ষক রায়হান আলম; নওগাঁ সদর ফয়েজ উদ্দিন ডিগ্রি কলেজের শিক্ষক মীর মোশাররফ হোসেন জুয়েল; মান্দা কলিম উদ্দিন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আহাদ আলী এবং মান্দা মহানগর কলেজের প্রভাষক আনোয়ারুল ইসলাম রানা, যিনি নিজস্ব কোচিং সেন্টার পরিচালনা করছেন বলে অভিযোগ রয়েছে।
এছাড়া জেলা স্কুল, কেডি স্কুল ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়সহ জেলার আরও কয়েকটি প্রতিষ্ঠানের কিছু শিক্ষক সাংবাদিকতা ও কোচিং কার্যক্রমের সঙ্গে জড়িত বলে আবেদনে দাবি করা হয়।
নওগাঁ জেলা সম্মিলিত সাংবাদিক ঐক্য জোটের সভাপতি মো. সাদেকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. মাহমুদুন নবী বেলাল আবেদনে জানান, এমপিও নীতিমালা-২০২৫ অনুযায়ী বিষয়টি তদন্ত করে সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মচারীদের বিরুদ্ধে আইনানুগ ও কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
এ বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত