প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৬, ১০:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৯, ২০২৫, ৭:০৭ পি.এম
গোবিন্দগঞ্জে অভিযানে আওয়ামীলীগের কর্মী গৌতম চন্দ্রকে গ্রেফতার করেছে পুলিশ

গোবিন্দগঞ্জ থানা পুলিশের অভিযানে সোনাতলা একটি কলেজের প্রভাষক শ্রী গোবিন্দ কুমার গৌতমকে ফাঁসিতলা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। গোবিন্দগঞ্জ থানার এস আই মোমিনুল ইসলাম সঙ্গীয় পুলিশ ফোর্স তাকে গতকাল সন্ধায় আওয়ামীলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করে। সে আলোচিত ও সমালোচিত ব্লগার ছিলেন। সে আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত থেকেও সাবেক এমপি অধ্যক্ষ আবুল কালাম আজাদ, পৌর মেয়র মুকিতুর রহমান রাফিসহ বিভিন্ন আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে লেখালেখি করে বেশ আলোচিত ও সমালোচিত ছিলেন। সেই সময়ে তথ্যপ্রযুক্তি আইনে তার বিরুদ্ধে দুটি মামলা হয় এবং এসব মামলায় তিনি মোট ৬ মাস ১০ দিন কারাভোগ করেন। গোবিন্দগঞ্জ থানার সেকেন্ড অফিসার এস,আই সেলিম রেজা জানান, গ্রেফতারকৃত গৌতম চন্দ্র, সাবেক এমপি মনোয়ার হোসেনের পিএস ছিলেন। তার বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত