ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের আদর্শ গুড়িগ্রামের উত্তর পাড়ায় শনিবার (২৭ ডিসেম্বর) মধ্যরাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত একজন ও বাড়ি ঘর ভস্মীভূত হওয়ার ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো: আলমগীর (৬০) পিতা রশিদ মিয়া।
বিটঘর ইউপি চেয়ারম্যান মেহেদী জাফর দস্তগীর বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে ঘটনাস্থল পরিদর্শন করি, দগ্ধ আলমগীর মিয়া দীর্ঘদিন যাবত অসুস্থ ছিলেন। আগুন লাগার পর অন্যরা ঘর থেকে বের হতে পারলেও অসুস্থ আলমগীর মিয়া বের হতে পারেননি। ঘটনাস্থলেই তিনি মারা যান। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা না গেলেও ধারণা করা হচ্ছে কয়েলের আগুন থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
স্থানীয়রা জানায়, শনিবার মধ্য রাতে হঠাৎ করে আলমগীর মিয়ার বসত ঘরে আগুন লাগলে ঘরের লোকজনের চিৎকারে গ্রামবাসী উপস্থিত হয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। এক ঘণ্টার চেষ্টা করে আগুন নেভানো সম্ভব হলেও ঘরের ভিতরে আটকা পড়া আলমগীরকে উদ্ধার করতে পারা যায়নি, দগ্ধ হয়ে তিনি ঘটনাস্থলে মারা যান।
নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হক হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় সহায়তা করা হবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com