নোয়াখালী সুবর্ণচরে তরিকা সায়েদ ফাউন্ডেশন (টিএসএফ) এর উদ্যোগে ৩য় হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) উপজেলার খাসের হাট জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সৈকত সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ মোনায়েম খান। তরিকা সায়েদ ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক নিজাম উদ্দিনের সভাপতিত্বে খাসের হাট জামে মসজিদের সাধারণ সম্পাদক মাষ্টার রাশেদ আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অধ্যাপক আলা উদ্দিন, খাসের হাট জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা আহছান উল্যাহ, কবির হাট উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলা উদ্দিন, খাসের হাট জামে মসজিদের সভাপতি নুর মাওলা, ইসমাইলিয়া ফাযিল মাদ্রাসার শিক্ষক আশ্রাফ হোসেন শাহীন, চরবাটা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুর রহমান জাফর সহ উপজেলার বিভিন্ন হেফজ মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন হাফিজিয়া মাদ্রাসা থেকে হাফেজে কোরআন অংশগ্রহণ করেন। তন্মধ্যে ১০ জনকে শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত করা হয় এবং অনুষ্ঠানের শেষে তাদের হাতে পুরস্কার, সন্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন অতিথিবৃন্দ।
প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন, তামিরুল উম্মাহ হিফজুল কুরআন মাদ্রাসার ছাত্র হাফেজ মোঃ কেফায়েত উল্যাহ, ২য় স্থান অর্জন করেন অত্র মাদ্রাসা ছাত্র হাফেজ ইয়াছিন আরাফাত, ৩য় স্থান অর্জন করেন, মরহুম সেকান্তর মিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসার ছাত্র
হাফেজ মোঃ ইমরান হোসেন, ৪র্থ স্থান অর্জন করেন হাফেজ মোঃ আসিফ, ৫ম স্থান অর্জন করেন হাফেজ মেহেদী হাসান রায়হান।
পরে সকল প্রতিযোগির মাঝে শান্তনা পুরুস্কার প্রদান করা হয়। আয়োজকরা জানান, তরুণ প্রজন্মের মধ্যে পবিত্র কোরআন মুখস্থ করার আগ্রহ বৃদ্ধি ও কোরআনের চর্চা সম্প্রসারণের লক্ষ্যে প্রতি বছর এ প্রতিযোগিতার আয়োজন করা হয়, এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com