
বিআইডব্লিউটিসি পাটুরিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) আব্দুস সালাম বাসসকে জানান, ঘন কুয়াশায় নদীর তলদেশে দৃশ্যমানতা কম থাকার কারণে গতকাল শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭.১৫ মি: থেকে পাটুরিয়া-দৌলতদিয়ার মধ্যে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পাটুরিয়া ঘাটে কোনও যানবাহন ও যাত্রী না নিয়ে ছয়টি ফেরি আটকা পড়ে আছে। পদ্মা নদীর মাঝখানে তিনটি ফেরি নোঙর করে রয়েছে।
তিনি জানান, ঘন কুয়াশা কমার পর আজ সকাল ৯.৪০ টায় ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। বর্তমানে সমস্ত ফেরি সম্পূর্ণ লোড নিয়ে স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে। তবে এসময় সব ইঞ্জিনচালিত নৌকা ও লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচাঘাটের ব্যবস্থাপক মো. আব্দুল্লাহ জানান, ঘন কুয়াশার কারণে শুক্রবার রাত ৮.২০ মি: থেকে আরিচা-কাজিরহাট নৌরুটে সব ফেরি চলাচল বন্ধ রাখা হয়। ১৩ ঘণ্টা ৪০ মি: বন্ধ থাকার পর আজ শনিবার সকাল ১০টায় আরিচা-কাজিরহাটের মধ্যে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। সব ফেরি এখন পূর্ণ লোডসহ স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে।
সূত্র: অনলাইন
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com