বেতাগী সানকিপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক পি এম মহিউদ্দিন অভিযোগ করেছেন, তিনি আওয়ামী লীগ সরকারের সময়ে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে মিথ্যা মামলায় গ্রেপ্তার ও কারাবন্দি ছিলেন।
তিনি জানান, ছাত্রজীবনের শুরুতেই তাকে রাজনৈতিকভাবে দমন করার উদ্দেশ্যে পল্টন থানা পুলিশ গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর প্রথমে তাকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে রাখা হয়। সেখানে সাত দিন অবস্থানের পর তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। কাশিমপুরে তিনি টানা তিন মাস সাত দিন কারাবন্দি ছিলেন। সব মিলিয়ে তিনি সাড়ে তিন মাসের বেশি সময় কারাভোগ করেন।
পি এম মহিউদ্দিন আরও জানান, দায়ের করা ওই মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছিলেন এক নম্বর আসামি এবং তিনি নিজে ছিলেন ৮৮ নম্বর আসামি। তাঁর দাবি, বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের হয়রানি করতেই মামলাটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে দায়ের করা হয়েছিল।
কারাজীবনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, কারাগারের প্রতিটি দিন ছিল কষ্টকর ও নির্যাতনমূলক। তবে গণতন্ত্র, ভোটাধিকার এবং মানুষের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন থেকে তারা সরে আসেননি।
এ বিষয়ে তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার সকল নেতাকর্মীর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার এবং নিঃশর্ত মুক্তির দাবি জানান।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com