প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৬, ৪:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৭, ২০২৫, ৫:০৫ পি.এম
ব্যাংদহা বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত, সভাপতি রশিদ ও সম্পাদক খায়বার

সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের ব্যাংদহা বাজার বণিক সমিতি'র ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল ৮ থেকে বিকাল ৪ টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে সভাপতি পদে আনারস প্রতিক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেন মোঃ জোমায়েত হোসেন (১৬২) ভোট পান। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছাতা প্রতিক নিয়ে মোঃ আব্দুর রশিদ রেজা ২১৭ ভোট পেয়ে বিজয় লাভ করেন। সহ সভাপতি পদে মই মার্কা নিয়ে শেখ মো: শরিফুল ইসলাম ২১৬ ভোট পেয়ে বিজয় অর্জন করেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী চেয়ার প্রতীক নিয়ে মোহাম্মদ গোলাম মোস্তফা পান ১৫৬ ভোট । সাধারণ সম্পাদক পদে ফুটবল প্রতিক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেন মোঃ কামাল হোসেন (১৫৭)। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোরগ প্রতীক নিয়ে মোঃ আল-আমিন (খাইবার) ২১৭ ভোট পেয়ে বিজয় লাভ করেন। নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার এর দায়িত্ব পালন করেন মোঃ লুৎফর রহমান,সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ শাহিনুজ্জামান শাহিন, জাহিদুজ্জামান বাবু, শফিকুল ইসলাম, আব্দুর রাজ্জাক, আলমগীর হোসেন ও এসএম নজরুল ইসলাম। সদস্য সচিব হিসেবে দায়িত্বে ছিলেন মোঃ আবু ছালেক।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত