দুবাই ফেস্টিভ্যাল সিটির এরিনায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ডিএক্সএন মিডেলিস্ট-এর ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী।
অনুষ্ঠানে ছিল হলভর্তি দর্শক, মঞ্চে সাংস্কৃতিক পরিবেশনা, ডিএক্সএন-এর লোগো ও পুরস্কার প্রদান। 'স্বপ্ন আমার সত্যি হবে' মূলত এ গ্রুপই আয়োজন করে জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানের। এতে এই গ্রুপের নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশি নারী উদ্যোক্তা 'স্বপ্ন আমার সত্যি হবে টিমের' প্রতিষ্ঠাতা
বর্ণা আক্তার নাবিলা।
এই অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন মালয়েশিয়ান নাগরিক ড. লিম সুইজেন। আরো বক্তব্য রাখেন সাইফুল ইসলাম, আশিক আব্দুল মান্নান, মনির হোসেন রাজ, ইব্রাহিম খলিল, বাবুল দাস, রুবেল দাস, আনাস উদ্দিন প্রমুখ।
ডিএক্সএনের মান উন্নয়নে তিনি বলেন, প্রবাসে একটি কাজ নিয়ে তিনি দুবাই আসেন। কর্মের পাশাপাশি তিনি ডিএক্সএন-এর মান উন্নয়নে কাজ করে যাচ্ছেন। চাকরির পাশাপাশি তিনি ডিএক্সএনে কাজ করে বর্তমানে ডায়মন্ড অর্জন করেছেন।
একজন মহিলা হয়ে ডিএক্সএন থেকে ডায়মন্ড অর্জন করতে পারলে প্রবাসে বাংলাদেশিরা বেকার না থেকে ডিএক্সএন-এর সাথে যুক্ত হয়ে চাকরির পাশাপাশি এর থেকে ইনকাম করে দেশে প্রচুর রেমিটেন্স পাঠাতে পারবেন প্রবাসীরা। ডিরেকশনটা এমন একটা প্লাটফর্ম আপনি যদি কাজ করে একবার ডায়মন্ড হয়ে যান আপনি যদি মৃত্যুবরণ করেন এই ডিএক্সএন এর সেলারি বোনাস সব চলতে থাকবে। আপনার দেয়া নমিনীও ইনকামটা পাবেন। আপনার সাথে আপনার পিছে যতগুলো লোক জয়েন হবেন হাজার হোক লাখো হোক ২০জন হোক ১০০ জন হোক। ওখান থেকে যতজন কাজ করবে তত ইনকাম হবে। কিন্তু আপনি নাই, আপনার টিম চলতেছে। ওই টিম থেকে আপনার নমিনি বোনাস পাবেন। আমরা নারী হয়েও চাকরির পাশাপাশি ডিএক্সএন করে ডায়মন্ড অর্জন করেছি। তা থেকে ভালো একটা ইনকাম করতেছি।
এতে মধ্যপ্রাচ্য ও বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত ডিএক্সএন সদস্য ও তাদের পরিবারবর্গ।
অনুষ্ঠানে ডিএক্সএন-এর দীর্ঘ ২৩ বছরের পথচলা, সাফল্য এবং স্বাস্থ্য, সম্পদ ও জীবনযাত্রার ইতিবাচক পরিবর্তনে কোম্পানিটির অবদান তুলে ধরেন বক্তারা। ।
অনুষ্ঠানে সফল ডিস্ট্রিবিউটরদের বিশেষ সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়, যা সদস্যদের জন্য নতুন অনুপ্রেরণার উৎস হয়ে ওঠে। আয়োজকরা জানান, এই উদযাপন শুধু অতীতের সাফল্য স্মরণ নয়, বরং ভবিষ্যতের আরও বৃহৎ লক্ষ্য অর্জনের জন্য নতুন অঙ্গীকারের প্রতীক।
ডিএক্সএনের-এর ২৩তম বার্ষিকী উদযাপন বিশ্বব্যাপী ডিএক্সএন-এর বিস্তৃত নেটওয়ার্ক ও সদস্যদের জীবনমান উন্নয়নে কোম্পানিটির অব্যাহত ভূমিকার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে বলে মনে করেন বক্তারা।
তারা আরো বলেন, আরব আমিরাতে ডিএক্সএনের এই প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান সাফল্য, স্বীকৃতি এবং ভবিষ্যৎ সম্ভাবনার এক অনন্য উদযাপন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com