
আজ বৃহস্পতিবার সকালে রাঙ্গামাটির আসামবস্তী নির্মলা মারিয়া গির্জায় বিশেষ প্রার্থনার মধ্যে দিয়ে দিনটি উদযাপন করছে খ্রিষ্টান ধর্মের লোকজন। সকালে যিশুখ্রিষ্টের জন্মতিথি উপলক্ষে সমবেত প্রার্থনা ও ধর্মীয় গানসহ বিভিন্ন আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। কেক কাটেন খ্রিষ্টান ধর্মের অনুসারীরা। সমবেত প্রার্থনা পরিচালনা করেন ফাদার মাইকেল রয় ও সিষ্টার কাকলী গোমেজ।
প্রার্থনায় যিশুখ্রিষ্টের জন্মের তাৎপর্য, শান্তি, সম্প্রীতি ও মানবতার বার্তা তুলে ধরা হয়। পরে কেক কেটে তার জন্মদিন পালন করা হয়। এ দিকে শান্তি, ভালোবাসা ও মানবতার বার্তা নিয়ে প্রভু যিশুখ্রিষ্টের জন্মদিন উপলক্ষে বুধবার রাত থেকেই শুরু হয় উৎসবের আনুষ্ঠানিকতা।
রাঙ্গামাটিতে বন্ধু যিশুটিলা এলাকার সাধু যোসেফ ধর্মপল্লী নতুন সাজে সেজে ওঠে এই আয়োজনকে ঘিরে। বুধবার রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত অনুষ্ঠিত হয় সমবেত প্রার্থনা।
অনুষ্ঠানের এক পর্যায়ে বড়দিনের আনন্দ ভাগাভাগি করতে কেক কাটা হয়। কেক কাটেন রাঙ্গামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব।
বড়দিনকে ঘিরে রাঙ্গামাটির খ্রিষ্টান সম্প্রদায়ের মধ্যে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। শান্তি ও সম্প্রীতির বার্তায় দিনটি উদযাপন করছেন ধর্মপ্রাণ মানুষজন।
বড়দিনকে ঘিরে রাঙ্গামাটি শহরের তবলছড়ি, আসামবস্তি, গর্জনতলীসহ কাপ্তাই উপজেলা, বিলাইছড়ি উপজেলার পাংখোয়া পাড়া, বরকলের বসন্তপাড়াসহ পাহাড়ের প্রত্যন্ত এলাকায় বসবাসরত খ্রিষ্টান ধর্মাবলম্বীরা উৎসবমুখর পরিবেশে বড়দিন উদযাপন করছেন।
বড়দিন উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে জেলার কাপ্তাইয়ের চন্দ্রঘোনা ব্যাপ্টিস্ট চার্চের উদ্যোগে বর্ণিল আয়োজনে বড়দিন পালন করা হয়েছে। এছাড়া সানডে স্কুলের পক্ষ থেকে শিক্ষকদের উপহার বিনিময় করা হয়। চার্চের পালক রেভারেন্ট রোনাল্ড দিলিপ সরকার সমবেত প্রার্থনা পরিচালনা করেন।
পরে কেক কেটে বড়দিনের অনুষ্ঠানের উদ্বোধন করেন চন্দ্রঘোনা খ্রিষ্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং এবং চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক ব্যাপ্টিস্ট চার্চ সংঘের সভাপতি বিপ্লব মারমা।
এ সময় চট্টগ্রাম-৭ রাঙ্গুনিয়া সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডা. এটিএম রেজাউল করিম, স্বাস্থ্য বিভাগের চট্টগ্রামের সাবেক বিভাগীয় পরিচালক ডা: অংসুইপ্রু চৌধুরী, জেলা সিভিল সার্জন ডা. নুয়েন খিসা, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙ্গামাটির আমির আব্দুল আলীম বক্তব্য দেন। চার্চের সাধারণ সম্পাদক বিজয় মারমার সঞ্চালনায় বড়দিনের প্রার্থনায় সম্প্রীতি এবং সৌহার্দ্যের বার্তা দিয়ে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করা হয়।
এদিকে কাপ্তাই উপজেলার ৪ নম্বর কাপ্তাই ইউনিয়নের দুর্গম হরিণছড়া এলাকায় ৩টি এবং ৩ নম্বর চিৎমরম ইউনিয়নের দুর্গম আড়াছড়ি ত্রিপুরা পাড়া এলাকার একটি চার্চে বড়দিন উদযাপন করা হচ্ছে। দিবসটি উপলক্ষে আজ সন্ধ্যায় গির্জায় গির্জায় আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য উৎসব।
সূত্র: অনলাইন
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com