প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৮, ২০২৬, ১২:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৫, ২০২৫, ৫:২৫ পি.এম
ঝিনাইগাতীতে সুজনের কমিটি পুনর্গঠন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

“সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ” এই প্রত্যয়ে সুজন (সুশাসনের জন্য নাগরিক) শেরপুরের ঝিনাইগাতী উপজেলা কমিটির উদ্যোগে কমিটি পুনর্গঠন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে ঝিনাইগাতী উপজেলার ফ্রেন্ডস ওয়ার্ল্ড ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়।
মেহেদী হাসান হালিমের সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক মেহাম্মদ রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সুজনের সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সুজনের সাধারণ সম্পাদক শওকত আলী এবং জেলা সুজনের নির্বাহী সদস্য মো. খোরশেদ আলম।
সভায় সুজনের ঝিনাইগাতী উপজেলা কমিটির নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে উপজেলা কমিটি পুনর্গঠন, আগামী দিনের কর্মপরিকল্পনা প্রণয়ন এবং স্থানীয় পর্যায়ে সুশাসন, গণতন্ত্র ও নাগরিক অধিকার রক্ষায় করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আলোচকরা বলেন, একটি শক্তিশালী গণতান্ত্রিক সমাজ গড়ে তুলতে হলে জনগণকে সচেতন, সংগঠিত ও সোচ্চার হতে হবে। নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই সুশাসন নিশ্চিত করা সম্ভব। এক্ষেত্রে সুজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
সভায় ঐক্যবদ্ধভাবে সুজনের আদর্শ বাস্তবায়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয় এবং স্থানীয় পর্যায়ে নাগরিক সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা শেষে মেহেদী হাসান হালিমকে সভাপতি, সহকারী অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলামে সহ-সভাপতি, অ্যাডভোকেট মো. আল আমিনকে সাধারণ সম্পাদক, মশিউর রহমানকে যুগ্ন সাধারণ সম্পাদক, প্রাণ কুমার চিসামকে কোষাধ্যক্ষ এবং রেজাউল করিমকে নির্বাহী সদস্য করে এক বছর মেয়াদি ৩১সদস্যবিশিষ্ট ঝিনাইগাতী উপজেলা কমিটি ঘোষণা করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত