
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দ্বিতীয় ও তৃতীয় দিন অর্থাৎ ২৬ ও ২৭ ডিসেম্বর সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে এ সময় শীতের অনুভূতি আগের মতোই বজায় থাকবে।
চতুর্থ দিন (২৮ ডিসেম্বর) আবারও তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। এদিন সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমলে শীতের তীব্রতা কিছুটা বাড়তে পারে। পঞ্চম দিন (২৯ ডিসেম্বর) রাতের তাপমাত্রা আরও সামান্য কমলেও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, আগামী পাঁচ দিন তাপমাত্রা কমার এই প্রবণতা অব্যাহত থাকতে পারে। এর ফলে শীতের অনুভূতি বাড়ার পাশাপাশি ভোরের দিকে কুয়াশার প্রকোপও বজায় থাকবে।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ২৯.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজশাহীতে ১০.২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস।
আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১৮ মিনিটে এবং আগামীকাল শুক্রবার সূর্যোদয় হবে ভোর ৬টা ৩৯ মিনিটে।
সূত্র: অনলাইন
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com