
এটাই এই চলতি মৌসুমের এখন পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড। গতকাল মঙ্গলবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৮ ডিগ্রি। এসব তথ্য নিশ্চিত করেছেন জেলার আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক শাহিদুজ্জামান সরকার।
তিনি জানান, সকাল থেকে জেলাজুড়ে কুয়াশা রয়েছে।কুয়াশা ঝিরিঝিরি বৃষ্টির মত পড়ছে। জেলায় আজ এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৫ ডিগ্রি রেকর্ড করা হয়েছে। সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে।
এদিকে, শীতে জনজীবন দুর্বিষহ হয়ে পড়েছে। সকাল থেকে সূর্যের দেখা মিলেনি, ছিল কুয়াশার চাদরে মোড়া। এরসঙ্গে হিমেল বাতাস শীতকে আরও তীব্র করেছে। ফলে নিম্ন আয়ের মানুষদের পোহাতে হচ্ছে ভোগান্তি। কুয়াশার কারণে মহাসড়কে যানবাহন হেড লাইট জ্বালিয়ে চলতে দেখা গেছে। সকালে ঘন কুয়াশায় দৃষ্টিসীমাও ছিল কম।
সূত্র: অনলাইন
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com