বেসরকারি উন্নয়ন সংস্থা নাগরিক উদ্যোগ এর আয়োজনে বুধবার বরিশালের গৌরনদীতে অংশীজনদের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। জার্মান সংস্থা ব্রেড ফর দি ওয়ার্ল্ড এর সহযোগিতায় “কমিউনিটিভিত্তিক বিরোধ মীমাংসার মাধ্যমে ন্যায়বিচার প্রাপ্তিতে জেন্ডার ন্যায্যতা,। ভিত্তিক অভিগম্যতা বৃদ্ধি প্রকল্প” নামের ওই প্রকল্পটি নাগরিক উদ্যোগ এর মাধ্যমে বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ সভাটির আয়োজন করা হয়েছিল। বেসরকারি সংস্থা এইড এর নির্বাহী পরিচালক ও উপজেলা এনজিও সমন্বয় কমিটির সভাপতি প্রেমানন্দ ঘরামীর সভাপতিত্বে বুধবার সকাল ১০টায় গৌরনদী উপজেলা পরিষদ অনুষ্ঠিত অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইব্রাহীম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরিক উদ্যোগের নির্বাহী প্রধান মোঃ জাকির হোসেন, গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ মাহাবুবুর রহমান, গৌরনদী প্রেসক্লাবের আহবায়ক জহুরুল ইসলাম জহির, উপজেলা সমবায় অফিসার আফসানা শাখী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিভাস চন্দ্র দাস, চাঁদশী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রসেনজিৎ দেবনাথ। সভায় প্রকল্প পরিচিতি ও প্রকল্পের কার্যক্রম সম্পর্কে ব্যাখ্যা দিয়ে বক্তব্য রাখেন প্রকল্প সমন্বয়কারী মোসাম্মৎ লাকী আক্তার। অন্যের মধ্যে বক্তব্য রাখেন, নলচিড়া ইউপির সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সেকান্দার আলী মৃধা, বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহ আলম ফকির, সরিকল ইউপি চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন মোল্লা, নারী নেত্রী মাধবী রানী দাস, বীর মুক্তিযোদ্ধা মোঃ ইসাহাক সন্যামত প্রমূখ্য।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com