প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৬, ১০:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৫, ৫:৩৯ পি.এম
গোবিন্দগঞ্জ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী কাজী মশিউর রহমান

গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হিসেবে অধ্যক্ষ কাজী মশিউর রহমানকে সিলেকশন দিয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) সকাল থেকে জাতীয় পার্টির (জাপা) একাংশের চেয়ারম্যান জি এম কাদের স্বাক্ষরিত মনোনয়ন ফরম বিতরণ করা হয়। এদিন গাইবান্ধা-২ (সদর) থেকে সাবেক এমপি আব্দুর রশিদ সরকার, গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্ল্যাপুর) আসনে প্রকৌশলী মইনুর রাব্বী চৌধুরী রুমান এবং গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের গত দুইবারের জাপার প্রার্থী অধ্যক্ষ কাজী মশিউর রহমান দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
দলীয় মনোনয়ন ফরম সংগ্রহকালে অধ্যক্ষ কাজী মশিউর রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক মণ্ডল।
দলীয় মনোনয়ন ফরম সংগ্রহের পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় অধ্যক্ষ কাজী মশিউর রহমান জানান, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ডে সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকলে অবশ্যই গোবিন্দগঞ্জ আসনে লাঙ্গল প্রতীক বিজয়ী হবে ইনশাল্লাহ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত